হাজার হাজার কোটি টাকার জালিয়াতি করে দেশ থেকে পালিয়ে এখন ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন নীরব মোদি। রবিবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ভারত ও ব্রিটেনের সরকারি আধিকারিকদের উদ্ধৃত কর এমনটাই দাবি করা হয়েছে। এনিয়ে জানতে চাওয়া হলে ব্যক্তিগত তথ্য দেওয়ার নিয়ম নেই বলে জানিয়েছেব্রিটেনের স্বরাষ্ট্র দফতর।
ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংবাদসংস্থা রয়টার্স নীরব মোদির সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এ বছরের গোড়ায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল, নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি তাদের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার পরিমাণ ২.২ বিলিয়ন ডলার জানিয়েছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটি। তাদের সঙ্গে যোগসাজশ ছিল ব্যাঙ্কেরই কিছু কর্মচারীর।
ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে লন্ডনে আশ্রয় চাওয়ার কারণ ‘রাজনৈতিক’ বলে দেখানোর চেষ্টা করছে প্রতারণায় অভিযুক্ত নীরব।
বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নীরব মোদিকে প্রত্যর্পণের ব্যাপারে উদ্যোগী হবে তারা। এর আগে আর এক ঋণখেলাপি লিকার ব্যারন তথা অধুনাবিলুপ্ত কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়াকে প্রত্যর্পণের চেষ্টা করলেও সে ব্যাপারে ব্যর্থই হয়েছে ভারত সরকার। গত মাসেই নীরব, মেহুল চোকসি-সহ ২৫ জনেরও বেশি অভিযুক্তের নামে চার্জ গঠন করেছে পুলিশ। নিয়ম বহির্ভূত ভাবে লেটার অফ আন্ডারটেকিং ইস্যু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি।
আরও পড়ুন, Uttar Pradesh: শিশুমৃত্যুতে সাসপেন্ডেড চিকিৎসক কাফিল খানের ভাই গুলিবিদ্ধ