পর পর তিনটি ভয়াবহ ভূমিকম্প। আর তাতেই একদিনেই ধ্বংসস্তূপে পরিণত তুরস্ক এবং সিরিয়া। দুদিনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। লক্ষাধিক মানুষ গুরুতর জখম। জীবিতদের খোঁজে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা। জানা গিয়েছে, তুরস্কতেই ভূমিকম্পের জেরে মারা গিয়েছে ২,৯২১ জন এবং সিরিয়ায় ১,৪৪৪ জন। দ্য গার্ডিয়ান সূত্রে খবর, এই মৃতের সংখ্যা বাড়তে পারে।
পর পর তিনটি ভূমিকম্প হয় তুরস্কে। কম্পনের মাত্রা ছিল ৭.৮, ৭.৬ এবং ৬। প্রথম কম্পনটির উপকেন্দ্র ছিল সিরিয়া সীমান্তে গাজিয়ানটেপ প্রদেশের নুরদুগি এলাকায়। দ্বিতীয়টি কাহরামানমারা প্রদেশের একিনজুতে হয়। শেষ কম্পনটি এই প্রদেশেরই গোকসুন এলাকায় হয়।
তুরস্ক-সিরিয়ায় মৃত্যুমিছিলের জেরে সমব্যথী ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা জানিয়েছেন। সেই সঙ্গে পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারতের তরফে ত্রাণসামগ্রী এবং উদ্ধারকাজের জিনিসপত্র নিয়ে এনডিআরএফ সার্চ অ্যান্ড রেসকিউ টিম, ডগ স্কোয়াড, চিকিৎসা সামগ্রী, ড্রিল মেশিন, দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আজ, মঙ্গলবার ভোরেই প্রথম ব্যাচ রওনা হয়েছে।
আরও পড়ুন ভূমিকম্পের গ্রাসে তুরস্ক-সিরিয়া, কমপক্ষে সাড়ে ৬০০ জনের মৃত্যু, পাশে দাঁড়ানোর বার্তা মোদীর
এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এখন শ্মশানের নীরবতা। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সোমবার ভোর রাতে ভূমিকম্পের জেরে তুরস্কে ভয়াবহ পরিস্থিতিতে শোকস্তব্ধ তিনি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।