New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/hardik-patel-feature.jpeg)
গুজরাটের মন্দিরে গাঁটছড়া বাঁধলেন হার্দিক প্যাটেল। Express photo: Javed Raja
রবিবার পাতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল বিয়ে করলেন কিঞ্জল প্যাটেলের সঙ্গে। গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি মন্দিরে সাতপাকে বাঁধা পড়লেন তারা। Express photo: Javed Raja হার্দিক আহমেদাবাদ জেলার ভিরামগাম শহরের ছোট গ্রাম চন্দন নগরীর বাসিন্দা। Express photo: Javed Raja দু'দিনের এই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। Express photo: Javed Raja কিঞ্জল প্যাটেলের বাড়িও ভিরামগামেই। তবে এখন তাঁর পরিবার সুরাটের বাসিন্দা। Express photo: Javed Raja রবিবার বিয়ের কিছুক্ষণ আগে বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল এই নবদম্পতির। Express photo: Javed Raja হার্দিকের পরিবার চেয়েছিল উনঝার উমিয়া ধামে বিয়ে দিতে। কাদাভা পাতিদার সম্প্রদায়ের উমিয়া দেবীর মন্দির উমিয়া ধাম। কিন্তু আদালতের নির্দেশে উনঝায় হার্দিকের প্রবেশের অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি। Express photo: Javed Raja কিঞ্জল প্যাটেল স্নাতক এবং বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন। Express photo: Javed Raja