Advertisment

দিলীপের নিন্দায় বাবুল, পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতির

‘সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত’, দিলীপের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ দিলীপের খবর, dilip news, দিলীপ ঘোষের খবর, বিতর্কে দিলীপ ঘোষ, dilip ghosh, dilip ghosh controversy, দিলীপের বিতর্কিত মন্তব্য, বাবুল সুপ্রিয়, babul supriyo, babul supriyo news, বাবুল, বাবুল সুপ্রিয়ের খবর

দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়।

বিতর্কে দমলেন না দিলীপ ঘোষ। ‘গুলি মন্তব্যে’ নিজের অবস্থানে অনড় থেকেই দলের সাংসদ বাবুল সুপ্রিয়কে কার্যত গুরুত্ব দিলেন না বিজেপি রাজ্য সভাপতি। ‘সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত’, দিলীপের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। দলের রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সোচ্চার হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপরই বাবুলকে একহাত নিয়ে দিলীপ বললেন, ‘‘যে যেমন বোঝে, সে তেমন বলে। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি। আমাদের সরকার করেছে, সুযোগ পেলে আমরাও করব’’।

Advertisment

কী বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ?

রবিবার নদিয়ায় একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কার টাকা এটা? এটা আমার, আপনার টাকা। ট্রেনে আগুন লাগাচ্ছে, কার টাকা ধ্বংস করছে? এত কিছু সত্ত্বেও একটা গুলি চালানো হল না। কোনও লাঠিচার্জ-এফআইআর করা হল না। কাউকে পুলিশ গ্রেফতারও করেনি এখনও’’। এরপরই দিলীপ বলেন, ‘‘যারা আগুন জ্বালিয়ে সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এগুলো? কীভাবে তারা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে। আসাম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। তাদের গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে। আমরা এদেরকে জেলে ভরব, গুলি করে মারব’’।

আরও পড়ুন: ‘দিলীপকেই প্রথমে গুলি করে মারা উচিত’, হুঙ্কার অনুব্রতর

কী বলেছেন বাবুল সুপ্রিয়?

দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর টুইটারে আসানসোলের বিজেপি সাংসদ লেখেন, ‘‘দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনাপ্রসূত মন্তব্য। আসাম, উত্তরপ্রদেশে আমাদের সরকার কখনই কোনও কারণেই মানুষের উপর গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা’’।

dilip ghosh Babul Supriyo
Advertisment