সিবিআইয়ের গৃহযুদ্ধে রাতারাতি ডিরেক্টর অলোক ভর্মাকে সরানো নিয়ে হইচই পড়েছে গোটা দেশে। সরকারি হস্তক্ষেপে সিবিআই অধিকর্তার অপসারণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার সেই বিতর্ক আদালতে গড়াল। সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে বেআইনি ভাবে ছুটিতে পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সিবিআই আইন লঙ্ঘিত করেছে কেন্দ্রীয় সরকার, এহেন অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন ওই কংগ্রেস নেতা, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।
পিটিআইকে এ প্রসঙ্গে খাড়গে বলেন, "স্বতঃপ্রণোদিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা সিবিআই আইনকে লঙ্ঘন করেছে।" আবেদনপত্রে খাড়গে উল্লেখ করেছেন যে, বিরোধী নেতা, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির তিন সদস্যের কমিটিই সিবিআই ডিরেক্টরকে নিয়োগ বা অপসারণ করতে পারবে। ওই কংগ্রেস নেতা আরও বলেছেন যে, সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার ক্ষমতা নেই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
আরও পড়ুন, সিবিআই বনাম সিবিআই: জমেছে লড়াই
এর আগে অলোক ভার্মার অপসারণকে ‘অবৈধ’ তকমা দিয়ে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় স্বচ্ছতা আনার জন্য ক্ষমতার রদবদল হয়নি, বরং রাফালে চুক্তি সহ কেন্দ্রের নানা কেলেঙ্কারিকে ধামা চাপা দিতেই সরকারের এই সিদ্ধান্ত।" সেসময় সিবিআই-এর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার বৈধতা প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে খোলা চিঠিও দেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য, গত ২8 অক্টোবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ থেকে অপসারিত হয়েছেন অলোক ভার্মা। মধ্যরাতের এক নির্দেশে বলা হয়, ১৯৮৬ ব্যাচের ওড়িশা ক্যাডারের অফিসার ও যুগ্ম ডিরেক্টর এম নাগেশ্বর রাও এবার সিবিআই ডিরেক্টরের দায়িত্বে নেবেন।
Read the full story in English