Advertisment

পিএসি-র চেয়ারম্যান পদে 'বিজেপি'র মুকুল রায়কে সমর্থন, নবান্নে ঘোষণা মমতার

Mamata Banerjee on PAC Chairman: তাৎপর্যের বিষয় হল তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেও মুকুল রায় এখনও বিজেপির সদস্য খাতায় কলমে। পদ্ম শিবিরের বিধায়ক। সেটাকেই কৌশলগত ভাবে বিজেপিকে বেকায়দায় ফেলতে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Mukul Roy, TMC, BJP

তৃণমূলে ঘরওয়াপসি হলেও মমতার চোখে মুকুল রায় এখনও বিজেপির-ই।

Mamata Banerjee on PAC Chairman: তৃণমূলে ঘরওয়াপসি হলেও মমতার চোখে মুকুল রায় এখনও বিজেপির-ই। বৃহস্পতিবার নবান্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রী। গতকালই রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, বিজেপি জানিয়েছে, অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে চেয়ারম্যান করতে চায় তারা। মুকুলের মনোনয়নের পর এবার ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটা নিয়েই বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এদিন নবান্নে পিএসির চেয়ারম্যান পদে জটিলতা নিয়ে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর জবাব, "ভোটাভুটি হলে হবে। আমরা জিতব। যে কেউ মনোনয়ন দিতে পারে। মুকুল রায় তো বিজেপি পার্টির মেম্বার। ওকে তো দার্জিলিংয়ের বিনয় তামাংরাও সমর্থন দিয়েছে। আমরাও সমর্থন দেব। দেখব কার কত শক্তি আছে। ভোটাভুটি হতে হবে। আমরাই জিতব। তবে এটা গোটাটাই স্পিকারের ব্যাপার।"

আরও পড়ুন কথা রাখলেন মমতা, ৩০ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে Students Credit Card প্রকল্প

বিধানসভার রীতি অনুযায়ী, পিএসির চেয়ারম্যান হন বিরোধী দলের তরফে। অন্য কোনওবার এই নিয়ে সংঘাত থাকে না। তবে এবার পরিস্থিতি আলাদা। বিধানসভার কমিটিগুলির মাথায় কোন দলের সদস্য বসবে তা নিয়ে জোর সংঘাত। এবার চেয়ারম্যান হিসাবে কেউই মনোনয়ন জমা দেননি, সদস্য হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন। সেই তালিকা থেকে একজনকে চেয়ারম্যান বেছে নেন স্পিকার।

আরও পড়ুন “আমি বিজেপির লিগাল সেলের প্রধান ছিলাম বলে অসুবিধা?” মমতার আইনজীবীকে প্রশ্ন বিচারপতির

তাৎপর্যের বিষয় হল তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেও মুকুল রায় এখনও বিজেপির সদস্য খাতায় কলমে। পদ্ম শিবিরের বিধায়ক। সেটাকেই কৌশলগত ভাবে বিজেপিকে বেকায়দায় ফেলতে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, মুকুল বিধায়ক হয়েছেন পদ্ম প্রতীকেই। বিজেপিও নাছোড়বান্দা, অশোক লাহিড়ীর বদলে মুকুলকে পিএসির চেয়ারম্যান বেছে নিলে বিধানসভার বাকি কোনও কমিটিতে নিজেদের সদস্যদের নাম দেবে না বিজেপি। লড়াইটা এখন ২১৩ বনাম ৭৫-এর শুরু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee mukul roy PAC Chairman
Advertisment