Advertisment

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই কেন্দ্রকে নিশানা চান্নির, আশ্বাস কৃষকদের

'আমি মাথা কেটে ফেলব কিন্তু কৃষকের ক্ষতি হতে দেব না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Withdraw farm laws punjab CM Charanjit Singh Channi urge to Centre

প্রধানমন্ত্রী মোদী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি

ক্যাপটেনের চেয়ারে বসেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মোদী সরাকরের কাছে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলেছেন চান্নি। একই সঙ্গে তাঁর আশ্বাস, 'পাঞ্জাবকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই আমার সরকার কাজ করবে। পাঞ্জাব কৃষকদের রাজ্য। তাই কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি। আমি মাথা কেটে ফেলব কিন্তু কৃষকের ক্ষতি হতে দেব না।'

Advertisment

বহু টানাপোড়েন শেষে আজই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেসের দলিত বিধায়ক চরণজিৎ সিং চান্নি। চান্নি রাজ্যের দলিত সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। এমনকী অমরেন্দ্র সিংয়ের সরকারের একাধিক নীতির বিরুদ্ধেও একসময় প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি মেলায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চান্নি। দুর্নীতিমুক্ত সরকার চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'দলই শেষ কথা। দলের নীতি মেনেই সরকার চলবে। আমরা সরলে ঐক্যবদ্ধ। জাতি এবং ধর্মের ভিত্তিতে কেউ আমাদের আলাদা করতে পারবে না।'

কুর্সিতে বসেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও চান্নির সরকার চালানো খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মুখ্যমন্ত্রী পদ না মেলায় 'ক্ষুব্ধ' প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর। জানা গিয়েছে, ইতিমধ্যেই অসন্তোষের কথা রাহুল গান্ধীর কাছে জানিয়েছেন জাখর। এদিকে, এতদিন অমরিন্দরের নেতৃত্বে আসন্ন নির্বাচন লড়ার কথা বললেও মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার পরই কংগ্রেসের তরফে জানানো হয়, ‘জনপ্রিয়’ নেতা নভজ্যোত সিং সিধুর নেতৃত্বেই আগামী বছর বিধানসভা নির্বাচনে লড়বে কংগ্রেস। হয়তো তিনিই হবে দলের তরফে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। যা নিয়ে হাত শিবিরের বিভিন্ন গোষ্ঠীতে শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন- পঞ্জাবে ইতিহাস চান্নির, এই প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ দলিত নেতার

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab Farm Law Modi Government Charanjit Singh Channi
Advertisment