জন্মদিনের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন অনিল কুম্বলে। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ। ১৯৭০ সালের আজকের দিনেই অর্থাৎ ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন উপমহাদেশের ও ভারতের সর্বকালের অন্য়তম সেরা স্পিনার।
Advertisment
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক কুম্বলে। বিশ্বের তৃতীয়। বিশ্বের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য় নজির রয়েছে জাম্বোর, জাম্বো জেটের গতিতে তাঁর ডেলিভারি ব্য়াটসম্য়ানের কাছে ধেয়ে আসত বলেই, সতীর্থরা তাঁকে ভালবেসে এই নামে ডাকতেন। প্রাক্তন সতীর্থরা শুভেচ্ছা জানাতে ভুললেন না কুম্বলকে। বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর ও হরভজন সিংরা তাঁকে দিলেন 'গ্রেটেস্ট ম্য়াচ উইনার'-এর তকমা।
Many more happy returns of the day to India’s greatest match winner @anilkumble1074 bhai. May you continue to inspire and have a healthy and joyful life ahead. pic.twitter.com/kaoFkp5Qzl
Birthday wishes to India’s greatest match winner @anilkumble1074 ! Have learnt so much from you and you are the best leader that I have played under! Thanks for inspiring generations of cricketers. pic.twitter.com/NAM2KeFdtX
Wishing you a very special birthday and a wonderful year ahead @anilkumble1074 May God shower you with blessings today and always and I am sure this special day will bring you endless joy and tons of precious memories!???????????? pic.twitter.com/Sun4LaLY6Q
One of India’s greatest ever Match winners and a terrific role model. Sorry for depriving you of your second century @anilkumble1074 bhai. But I pray that you score a century in real life. Only 51 more to go.. come on ..come on Anil Bhai ! Happy Birthday pic.twitter.com/P7UnvoLBlU
কিংবদন্তি কুম্বলে ভারতের হয়ে ১৩২টি টেস্ট ও ২৭১টি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে তাঁর রয়েছে ৬১৯টি উইকেট। ৫০ ওভারের ক্রিকেটে পেয়েছেন ৩৩৭টি উইকেট। ১৯৯০ সালের ২৫ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন কর্ণাটকের এই ক্রিকেটার। ২০০৮ সালের ২ নভেম্বর ক্রিকেটকে আলবিদা বলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টরের ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৩ সালে আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সেরও মেন্টর হয়েছেন। আসন্ন মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হিসাবে পাওয়া যাবে তাঁকে।