Advertisment

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কুম্বলে, বীরু-গম্ভীররা বললেন 'গ্রেটেস্ট ম্য়াচ উইনার'

বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন অনিল কুম্বলে। প্রাক্তন সতীর্থরা শুভেচ্ছা জানাতে ভুললেন না কুম্বলকে। বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর ও হরভজন সিংরা তাঁকে দিলেন 'গ্রেটেস্ট ম্য়াচ উইনার'-এর তকমা।

author-image
IE Bangla Web Desk
New Update
Cricketers wish Anil Kumble on 49th birthday

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কুম্বলে, বীরু-গম্ভীর বললেন 'গ্রেটেস্ট ম্য়াচ উইনার' (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

জন্মদিনের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন অনিল কুম্বলে। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ। ১৯৭০ সালের আজকের দিনেই অর্থাৎ ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন উপমহাদেশের ও ভারতের সর্বকালের অন্য়তম সেরা স্পিনার।

Advertisment

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক কুম্বলে। বিশ্বের তৃতীয়। বিশ্বের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য় নজির রয়েছে জাম্বোর, জাম্বো জেটের গতিতে তাঁর ডেলিভারি ব্য়াটসম্য়ানের কাছে ধেয়ে আসত বলেই, সতীর্থরা তাঁকে ভালবেসে এই নামে ডাকতেন। প্রাক্তন সতীর্থরা শুভেচ্ছা জানাতে ভুললেন না কুম্বলকে। বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর ও হরভজন সিংরা তাঁকে দিলেন 'গ্রেটেস্ট ম্য়াচ উইনার'-এর তকমা।

আরও পড়ুন: ধোনিকে নিয়ে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিক, বার্তা কুম্বলের

আরও পড়ুন: কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হলেন অনিল কুম্বলে

কিংবদন্তি কুম্বলে ভারতের হয়ে ১৩২টি টেস্ট ও ২৭১টি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে তাঁর রয়েছে ৬১৯টি উইকেট। ৫০ ওভারের ক্রিকেটে পেয়েছেন ৩৩৭টি উইকেট। ১৯৯০ সালের ২৫ এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন কর্ণাটকের এই ক্রিকেটার। ২০০৮ সালের ২ নভেম্বর ক্রিকেটকে আলবিদা বলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টরের ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৩ সালে আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সেরও মেন্টর হয়েছেন। আসন্ন মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হিসাবে পাওয়া যাবে তাঁকে।

VVS Laxman Anil Kumble
Advertisment