ওভালে আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচের জন্যই দল ঘোষণা করে দিল বিসিসিআই। আইপিএলে স্বপ্নের ফর্মে খেলা রাহানেকে ফের সুযোগ দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ায়। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। বহুদিনই জাতীয় টেস্ট দলের বাইরে। তবে আইপিএলের অবিশ্বাস্য ফর্ম ফের জাতীয় দলের টিকিট দিয়ে দিল তারকাকে।
সোমবার বিকালে বোর্ডের নির্বাচকমন্ডলীর বৈঠকের পর মঙ্গলবারই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং রজত পতিদাররা চোটের কারণে বাইরে।
রাহানের অন্তর্ভুক্তি বাদ দিয়ে সেরকম কোনও বড়সড় বদল নেই ভারতের স্কোয়াডে। বর্ডার গাভাসকার ট্রফিতে গত মার্চে খেলা স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে। ফর্মের কারণে বাদ পড়লেন সূর্যকুমার যাদব। প্রত্যাশা মতই দলে জায়গা পেলেন শার্দূল ঠাকুর। যিনি মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় সিমার হিসাবে খেলতে পারবেন।
সিম নির্ভর পরিবেশে তিন স্পিনারের কোটায় জায়গা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের। শার্দূলের অন্তর্ভুক্তিতে চতুর্থ স্পিনার হিসাবে জায়গা খোয়ালেন কুলদীপ যাদব।
২০২০-তে অস্ট্রেলিয়ায় গিয়ে বক্সিং ডে টেস্টে শেষবার সেঞ্চুরি করেন রাহানে। তারপর ফর্ম হারিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই বাদ পড়তে হয় রাহানেকে। অজি সফরে গিয়ে মেলবোর্নে ম্যাচ জেতানো সেই ইনিংসের পর রাহানে হাফসেঞ্চুরি করেছিলেন মাত্র তিনটিতে।
গত বছর কাউনটিতেই সুযোগের সন্ধানে ছিলেন মুম্বইকর। তবে আইপিএলের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বসায় সেই পরিকল্পনা বাধাপ্রাপ্ত হয়। ঘরোয়া ক্রিকেটে রাহানে এবার তিনটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দলীপ, রঞ্জিতে এই তিন শতরানের মধ্যে একটা ডাবল হান্ড্রেডও রয়েছে। রঞ্জিতে মুম্বই নকআউটের আগেই ছিটকে গেলেও রাহানে দলের টপ পারফর্মার ছিলেন। ৬৩৪ রান করেছিলেন।
তারপর চলতি আইপিএলে তো স্বপ্নের ছন্দে রয়েছেন তারকা। টি২০তে ব্যাটিংয়ের নিজস্ব ঘরানাকে একদম বদলে ফেলেছেন। ইম্প্রোভাইজ করেছেন দারুণভাবে যাতে নির্বাচকরা আর মুখ ফিরিয়ে রাখতে পারেননি। ৪৮ ঘন্টা আগে ইডেনে একাই ধ্বংস করে দিয়েছিলেন উমেশ যাদব, ডেভিড ওয়াইজ, নারিনদের। শ্রেয়স আইয়ার, পন্থের অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যাটারের দরকার ছিল মিডল অর্ডারে। রাহানে সেই কারণেই ফের একবার প্রত্যাবর্তন ঘটালেন।
২০১৩-র পর ফের একবার ভারতের সামনে আইসিসি খেতাব জেতার সুযোগ রয়েছে। স্কোয়াডে কেএল রাহুলও রয়েছে। তবে কেএস ভরতকে বসিয়ে রাহুলকে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলানোর জোরালো সম্ভবনা রয়েছে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট
Read the full article in ENGLISH