রাশিয়াই হতে চলেছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অন্তত এমনটাই মনে করছেন ফুটবলমহলের একাংশ। এখন মেসির বয়স ৩০। চার বছর পর তিনি আদৌ বিশ্বকাপে নামবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এরইমধ্যে আবার মেসি ইঙ্গিত দিয়ে রাখলেন যে, রাশিয়া বিশ্বকাপের উপরই নির্ভর করছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার।
পরপর দু’বার কোপা আমেরিকা ও একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চ থেকে ফিরতে হয়েছে এলএম টেনের আর্জেন্তিনাকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ২০১৬-তে কোপা ব্যর্থতার পরেই জাতীয় দলের জার্সি থেকে অবসর নিতে চেয়েছিলেন। সেদেশের মিডিয়ার তোপের মুখে পড়ে দেশের হয়ে আর না খেলার কথা ভেবেছিলেন মেসি। যদিও পরে নিজের সিদ্ধান্ত বদলে নীল-সাদা জার্সিতে খেলা চালিয়ে যান আর্জেন্তাইন রাজপুত্র।
আরও পড়ুন, FIFA World Cup 2018: নিজেকে GOAT বলতে নারাজ মেসি
সম্প্রতি স্পেনের ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন যে, আর্জেন্তিনার তিনবার ফাইনালে ওঠার কৃতিত্ব কেউই দেয়নি। সকলেই সমালোচনা করে গিয়েছে তাঁদের হার নিয়ে। তিনি বলেন, “আমরা তিনবার ফাইনালে উঠেছিলাম। এটা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এটাও কৃতিত্বের ব্যাপার। কিন্তু সেকথা বলেনি আর্জেন্তিনার মিডিয়া। হ্যাঁ, এটা মানছি যে, জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ফাইনালে ওঠাটাও সহজ নয়। এটাও মানতে হবে।” মেসির মতে এবারের বিশ্বকাপে স্পেন, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম কাপ জেতার অন্য়তম দাবিদার।
অন্যদিকে মেসির জাতীয় দলের সতীর্থ জ্যাভিয়ার মাসচেরানো বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী। তিনি জানিয়েছেন যে, গোটা দলই মেসির উপর নির্ভর করে থাকে ঠিকই, কিন্তু বাকিদেরকেও নিজের যথাযথ দায়িত্ব পালন করে মেসির মানের ফুটবলই খেলতে হবে। মাসচেরানো জানান, “এই বিশ্বকাপে একটাই ইচ্ছা। মেসি যেন নিজের সেরা ফর্মে থাকে। গোটা দল ওর দিকে তাকিয়ে থাকে। আমাদেরও ওর মানেরই ফুটবলটা খেলতে হবে।” মাসচেরানো সাফ জানিয়েছেন যে, প্রথম থেকে ভাল খেলে এই টুর্নামেন্টে ছাপ ফেলতে চান তাঁরা। আগামী শনিবার আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা।