Advertisment

FIFA World Cup 2018 France vs Australia: এই ন’টি তথ্য জেনে নিন

FIFA World Cup 2018 France vs Australia:আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। দু’বছর আগে ইউরো কাপের ফাইনালে উঠেও পর্তুগালের কাছে হেরে রানার্স হতে হয়েছে আঁতোয়া গ্রিজম্যানদের।

author-image
IE Bangla Web Desk
New Update
France

FIFA World Cup 2018 France vs Australia preview: এই ন’টি তথ্য জেনে নিন

FIFA World Cup 2018 France vs Australia: আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে ফ্রান্স এবং অস্ট্রেলিয়া। দু’বছর আগে ইউরো কাপের ফাইনালে উঠেও পর্তুগালের কাছে হেরে রানার্স হতে হয়েছে আঁতোয়া গ্রিজম্যানদের। দিদিয়ের দেঁশ বিশ্বাস করেন যে তাঁর দল এই টুর্নামেন্ট জেতার দাবিদার। রাশিয়ার কাজান এরিনায় মুখোমুখি হচ্ছে এই দুই দল।

Advertisment

এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপ (১৯৯৮) জিতেছে ফ্রান্স। ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে তারা। অন্যদিকে চারবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়ার সেরা সাফল্য ২০০৬-এর রাউন্ড অফ সিক্সটিন। এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে চারবার। একটি জয়, একটি হার এবং দু’টি ড্র এসেছে।

ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক দু’দলের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান:

১) ২০০৬-এর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-ইতালি। এখনও পর্যন্ত বিশ্বকাপে ইতিহাসে এই ম্যাচটি দেখেছেন সবচেয়ে বেশি সংখ্যক দর্শক। প্রায় ৭১৫ মিলিয়ন চোখ ছিল জিনেদিন জিদান এবং মার্কো মাতেরাৎজির বিখ্যাত ‘হেডবাট’ কাণ্ডে। ক্যানাভারোর হাতে কাপ ওঠার ঘটনাকেও ছাপিয়ে গিয়েছিল জিজুর গুঁতো।

২) বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি এসেছিল ফ্রান্সের কাছ থেকে। ১৯৩০-এ মেক্সিকোর বিরুদ্ধে ফ্রান্স জিতেছিল ৪-১ গোলে। ম্যাচের এবং বিশ্বকাপের প্রথম গোল করেন লুসিয়ান লোরেন্ট।

৩) ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ বিশ্বকাপে এসে মুখ থুবড়ে পড়ে। গ্রুপ পর্যায়ে মাত্র তিন ম্যাচে এক পয়েন্ট পেয়ে তাদের অভিযান শেষ হয়ে যায়। এই একই অভিজ্ঞতার ইতিহাস রয়েছে ইতালি, ব্রাজিল ও স্পেনেরও।

publive-image

৪) ফরাসি গোলরক্ষক ফাবিয়ান বার্থেজের জাতটাই ছিল আলাদা। তিনি সেরকম একজন গোলকিপার যিনি বিশ্বকাপে দুই বা তার কম গোল হজম করে চ্যাম্পিয়ন করান টিমকে। এবার হুগো লরিসের থেকেও এমনটাই প্রত্যাশা ফরাসিদের।

আরও পড়ুন: FIFA World Cup 2018 Spain vs Portugal: বিশ্বকাপের হ্যাটট্রিক সংখ্যা রোনাল্ডোরও, পরিসংখ্যানের নতুন ইতিহাস

৫) ১৯৮২-তে ফ্রান্সের ১০ জন খেলোয়াড়ের পা থেকে গোল এসেছিল। এরকম টিম গেমের নজির রয়েছে ২০০৬-এর বিশ্বকাপ জয়ী ইতালিরও।

৬) এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে দামি দল ফ্রান্স। তাদের দাম ৯৭২.৪৫ মিলিয়ন ইউরো। স্পেন ও ব্রাজিল যথাক্রমে দুই ও তিনে রয়েছে।

৭) ফ্রান্স গ্র্প পর্যায়ের শেষ ডজন ম্যাচে তিনটি মাত্র জিতেছে।

৮) অস্ট্রেলিয়ার টিম কাহিল সকারুদের বিশ্বকাপে করা গোলের মধ্যে একাই ৪৫ শতাংশ করেছেন।

৯) অস্ট্রেলিয়ার ড্যানিয়েল আরজানি চলতি বিশ্বকাপের কনিষ্ঠতম ফুটবলার। তাঁর বয়স ১৯ বছর ১৫২ দিন। এই দলেই রয়েছেন দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার কিলিয়ান এমবাপে। আরজানির থেকে ১৫ দিনের ছোট তিনি। 

(সৌজন্যে: সনি)

FIFA WORLD CUP 2018
Advertisment