Advertisment

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় দল ঘোষণা ভারতের, প্রিয়মের নেতৃত্বে খেলবেন যশস্বীরা

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় দল ঘোষণা করে দিল চারবারের বিশ্ব চ্য়াম্পিয়ন ভারত। সোমবার ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য় ১৫ সদস্য়ের নাম ঘোষণা করে দিল বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Four-time champion India announce U19 Cricket World Cup squad

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় দল ঘোষণা ভারতের, প্রিয়মের নেতৃত্বে খেলবেন যশস্বীরা

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় দল ঘোষণা করে দিল চারবারের বিশ্ব চ্য়াম্পিয়ন ভারত। সোমবার ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য় ১৫ সদস্য়ের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের ১৩ তম সংস্করণ।

Advertisment

উত্তরপ্রদেশের ব্য়াটসম্য়ান প্রিয়ম গর্গ দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব দেবেন ভারতকে। তাঁর ডেপুটি হিসাবে থাকছেন ধ্রুব চাঁদ জুরেল। উইকেটের পিছনেও থাকবেন ধ্রুব। যদিও দলে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রয়েছেন কুমাল কুশাগারা। মোট ১৬ দলীয় টুর্নামেন্টে চারটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্য়ান্ড। গতবছর পৃথ্বী শ-র নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। নিউজিল্য়ান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের জন্য় চ্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুন-কনিষ্ঠতম হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান যশস্বীর

ভারতীয় দলে ব্য়াটসম্য়ানদের মধ্য়ে রয়েছে মুম্বইয়ের যশস্বী জয়সওয়াল ও দিব্য়ানশ সাক্সেনা ছাড়া উত্তরাখণ্ডের সাক্ষাত রাওয়াত ও হায়দরাবাদের তিলক বর্মা রয়েছেন। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য় ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। গত অক্টোবরে এই টুর্নামেন্টে লিস্ট-এ (ওয়ান ডে) ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে দ্বিশতরানের নজির গড়ে সে যশস্বী। ১৫৪ বলে ২০৩ রান আসে তার ব্য়াট থেকে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল (এমসিএ), তিলক বর্মা (হায়দরাবাদ সিএ) দিব্য়ানশ সাক্সেনা (এমসিএ), প্রিয়ম গর্গ (ক্য়াপ্টেন, ইউপিসিএ),  ধ্রুব চাঁদ জুরেল (ভাইস-ক্য়াপ্টেন ও উইকেটকিপার, এমসিএ), সাক্ষাত রাওয়াত (বরোদা সিএ), দিব্য়ানশ যোশী (সিএ মিজোরাম), শুভাং হেগড়ে (কেএসসিএ), রবি বিষ্ণোই (আরসিএ), আকাশ সিং (আরসিএ), কার্তিক ত্য়াগি (ইউপিসিএ), অথর্ব আনকোলেকর (এমসিএ), কুমার কুশগরা (উইকেটকিপার, জেএসসিএ), বিদ্য়াধর পাটিল (কেএসসিএ)

cricket BCCI India
Advertisment