ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনই জসপ্রীত বুমরা নিজের ট্রেডমার্ক ডেলিভারিতে বোল্ড করে দিলেন প্রোটিয়াজ ওপেনার আইডেন মারক্রামকে। দ্বিতীয় দিনের প্ৰথম ওভারেই ভারতকে দুর্ধর্ষ ব্রেক থ্রু এনে দেন তারকা পেসার। প্ৰথম ওভারের দ্বিতীয় বলেই সরাসরি বোল্ড হয়ে ফিরতে হয় মারক্রামকে। দুরন্ত ডেলিভারিতে নিজের জাত চেনান তারকা।
ওপেন করতে নেমে প্ৰথম দিনের শেষে সেশনে নেমে ভারতীয় পেসারদের বিরুদ্ধে সতর্ক ভঙ্গিতে শুরু করেছিলেন মারক্রাম। তবে বুমরার বলের লেন্থ মিসজাজ করে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। বুমরার গুড লেংথের বলের কোনও উত্তরই ছিলই মারক্রামের কাছে। দক্ষিণ আফ্রিকা নিজেদের ইনিংসের নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায়।
আরও পড়ুন: ODI সিরিজের আগেই ধাক্কা টিম ইন্ডিয়ায়! করোনা-ইনজুরিতে জোড়া বদল কোহলিদের স্কোয়াডে
আর শীঘ্রই বুমরার দুরন্ত ডেলিভারি সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এর আগে সেঞ্চুরিয়নে কার্যত একইভাবে রাসি ভ্যান ডার ডুসেনকে বোল্ড করে দিয়েছিলেম বুমরা। সেঞ্চুরিয়নে সেই টেস্ট জিতে ভারত ১-০ এগিয়ে গিয়েছিল সিরিজে। তারপরে ওয়ান্ডার্সে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে প্রোটিয়াজরা।
সিরিজ নির্ধারক টেস্টে ভারত পুনরায় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মাত্র ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে। তারপরে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এলগারকে হারিয়ে ১৭/১ ছিল। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে ভারত দক্ষিণ আফ্রিকার আরও দুই উইকেট ফেলে দেয়- কেশব মহারাজ এবং আইডেন মারক্রামকে।
দ্রুত ৩ উইকেট হারানোর পরে কিগান পিটারসেন এবং ভ্যান ডার ডুসেন আপাতত টানছেন প্রোটিয়াজদের। লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ১০০/৩ ছিল। বুমরার ২ উইকেট এবং উমেশ যাদব ১ উইকেট নিয়েছেন।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন