বুধবার টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটেছিল কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারের। আর অভিষেক ম্যাচেই নিজের কারিকুরি দেখিয়ে দিলেন। ব্যাট কিংবা বল হাতে নয়, ফিল্ডিংয়ে। ওয়ানডেতে প্ৰথম ম্যাচেই ডিরেক্ট থ্রোয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মারক্রামকে। পার্লের প্ৰথম একদিনের ম্যাচে ভেঙ্কটেশের দুরন্ত ফিল্ডিংয়ের জন্যই সাততাড়াতাড়ি সাজঘরে ফিরতে হল প্রোটিয়াজ ওপেনারকে।
দক্ষিণ আফ্রিকান ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। সেই সময় বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনারের ওভারের চতুর্থ বল মিড অফে ঠেলে একটা সিঙ্গলস চুরি করতে গিয়েছিলেন মারক্রাম। তবে তা হতে দেননি ভেঙ্কটেশ আইয়ার। সরাসরি থ্রোয়ে যখন স্ট্যাম্প ভেঙে দেন তখনও ক্রিজে পৌঁছতে পারেননি প্রোটিয়াজ তারকা।
আরও পড়ুন: আরও পড়ুন: নিলামের আগেই হয়ত CSK নেতৃত্ব ছাড়ছেন ধোনি! নতুন ক্যাপ্টেন করছেন বন্ধুকেই
সোশ্যাল মিডিয়ায় তারকার দুরন্ত থ্রো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্ৰথম ওয়ানডেতেই অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ার এবং মার্কো জ্যানসেনের। টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়াজ দলনেতা তেম্বা বাভুমা।
টসে জেতার পর বাভুমা বলে দিয়েছিলেন, "উইকেট কিছুটা শুকনো। এই পিচে আমাদের সেরা ব্যাটিং প্রদর্শনী মেলে ধরতে হবে। ম্যাচ যত গড়াবে, ততই পিচ স্লো হয়ে যাবে। স্লো বোলাররা আরও সুবিধা পাবে। টেস্টের দুরন্ত পারফরম্যান্স ভুলে থাকা শক্ত। তবে আমাদের আজকের ম্যাচে আপাতত ফোকাস করতে হবে। নতুন ফরম্যাট। বেসিক বিষয়গুলো ঠিকঠাক করতে হবে। মার্কো খেলছে।"
ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পরে ক্যাপ্টেন বাভুমা (১১০) এবং রাসি ভ্যান ডার ডুসেনের (১২৯ নটআউট) ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা ২৯৬ তুলেছে।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন