Advertisment

জাতীয় সঙ্গীত কি অবমাননা করলেন কোহলি! ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেট মহল

বিরাট কোহলি এবার মনে পড়িয়ে দিলেন পারভেজ রসূলকে। যিনি জাতীয় সঙ্গীত চলাকালীন চুইং গাম চিবিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কারণে-অকারণে বারেবারেই শিরোনামে উঠে আসেন বিরাট কোহলি। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরও আলোচনায় উঠে আসায় খামতি নেই মহাতারকার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এবার কোহলির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠে গেল সরাসরি।

Advertisment

জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চেবাতে দেখা গিয়েছিল সুপারস্টারকে। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রবল আক্রোশের মুখে পড়েন তিনি। জাতীয় সঙ্গীত কে অবমাননা করে বিদেশের মাটিতে কার্যত দেশকেই অপমান করেছেন তিনি। এমনই অভিযোগে সরব ক্রিকেট সমর্থকরা।

আরও পড়ুন: মেয়েকে কতটা ভালবাসেন, হাফসেঞ্চুরি করেই বুঝিয়ে দিলেন বিরাট! দেখুন ভিডিও

বিরাট বর্তমানে তিন ফরম্যাটের একটিতেও অধিনায়ক নন। সেই কারণে টিম লাইন আপের একদম শুরুতে ছিলেন না তিনি। ছিলেন লাইনের মধ্যিখানে।

ম্যাচের আগে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরই ক্যামেরা ফোকাস করে কোহলির মুখাবয়বের দিকে। তখনই দেখা যায় কোহলি চুইংগাম চেবাচ্ছেন। জাতীয় সঙ্গীত গাইতেও দেখা যায়নি তাঁকে। বরং মাঝে মাঝে তাল মেলাচ্ছিলেন।

কোহলির এমন কাণ্ডের পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন সমর্থকরা। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ কার্যত ব্যাপক নিশানার মুখে পড়তে হয় তাঁকে।

যাইহোক, কেপটাউনে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ডিককের সেঞ্চুরি এবং ডুসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ২৮৭ তুলেছিল। ভারত জবাবে ২৮৪-এ অলআউট হয়ে যায়। কোহলি-ধাওয়ান হাফসেঞ্চুরি করে ভারতকে ম্যাচে রেখেছিলেন। তারপরে হুড়মুড়িয়ে ফের একবার মিডল অর্ডার ভেঙে পড়ে। শেষদিকে বুক চিতিয়ে দীপক চাহার ৩৪ বলে ৫৪ করলেও কাজে আসেনি। ভারত ৩ রানে হেরে বসে।

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli national anthem Indian Cricket Team
Advertisment