Advertisment

IPL 2020: মুম্বই বধ করেই দুঃসংবাদ পেলেন ধোনি, পাওয়া যাবে না তারকা ক্রিকেটারকে

ব্রাভোর পরিবর্তে নেমে প্রথম ম্যাচেই হিট স্যাম কুরান। শেষ দিকে চাপের মুহূর্তে নেমে ৬ বলে ১৮ করে সিএসকেকে ফিনিশিং লাইন পার করিয়ে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম ম্যাচে মুম্বইকে হারালেও ধোনির চিন্তা রয়েই গেল।আগামী বেশ কয়েকটি ম্যাচে ধোনি পাবেন না তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে। একথা মুম্বইকে বধ করার পরেই জানিয়ে দিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং।

Advertisment

রায়না, হরভজনকে ছাড়াই ধোনি প্রথম ম্যাচে নেমেছিলেন। বাইরে রাখা হয় ব্রাভোকেও। তা সত্ত্বেও জয় আটকায়নি সিএসকের। বেশ দাপট দেখিয়েই ধোনিরা শনিবার জয় লাভ করেছেন ৫ উইকেটে।

আরও পড়ুন: IPL 2020: রায়না-হরভজনকে একহাত নিলেন ধোনি, ম্যাচের পরেই বিস্ফোরণ

সসি ম্যাচের পরেই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দেন, "বেশ কিছু ম্যাচে নামতে পারবে না ডোয়েন ব্রাভো।" কিছুদিন আগেই সমাপ্ত হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হালকা চোট পান ব্রাভো। হাঁটুতে চোটের কারণেই ব্রাভো ফাইনালে বল করতে পারেননি।

ব্রাভোর পরিবর্তে নেমে প্রথম ম্যাচেই হিট স্যাম কুরান। শেষ দিকে চাপের মুহূর্তে নেমে ৬ বলে ১৮ করে সিএসকেকে ফিনিশিং লাইন পার করিয়ে দেন। আম্বাতি রায়াডু, ফাফ দু প্লেসিস হাফ সেঞ্চুরি করে দলকে টানার পর ফিনিশারের ভূমিকায় সফল স্যাম কুরান।

বল হাতেও বেশ নজর কেড়েছেন ইংলিশ তারকা। ৪ ওভারে খরচ করেন মাত্র ২৮ রান। তুলে নেন বিপজ্জনক কুইন্টন ডিকককে। তারপরে ব্যাট হাতে ঝলসে ওঠেন। হেড কোচ স্টিফেন ফ্লেমিংও পরে বলে যান, "দারুণ পারফর্ম করল স্যাম কুরান।"

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই শুরুটা ভালোই করেছিল। কিছুক্ষন পরে পরপর দুই ওভারে আউট হয়ে যান রোহিত ও কুইন্টন ডি কক। এরপর সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে এগোচ্ছিল মুম্বই। তবে ডুপ্লেসিসের দুরন্ত জোড়া ক্যাচে জাদেজার একই ওভারে আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া ও সৌরভ তিওযারি।

সিএসকের লুঙ্গি এনগিডি তিন উইকেট দখল করেন। কায়রণ পোলার্ডকেও ফিরিয়ে দেন তিনি। শেষ ছয় ওভারে মুম্বই মাত্র ৪১ রান তোলে। হারায় ছয় উইকেট।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dwayne Bravo CSK
Advertisment