Advertisment

করোনার শিকার এবার মিলখা সিং! বাড়িতেই জ্বরে কাবু উড়ন্ত শিখ

৯১ বছর বয়সেও মিলখা সিং চন্ডীগড় গলফ ক্লাবে নিয়মিত যান। তবে কোভিডের প্রাদুর্ভাবের কারণে গত ২-৩ মাস ঘরবন্দিই ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা আক্রান্ত এবার উড়ন্ত শিখ মিলখা সিং। আপাতত চন্ডীগড়ে সেক্টর-৮ এ নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। কমনওয়েলথ চ্যাম্পিয়ন এবং রোম অলিম্পিকে অংশগ্রহণ করা কিংবদন্তির এক কর্মচারী চলতি সপ্তাহের শুরুতেই কোভিডে আক্রান্ত হন। তারপরেই বুধবার থেকে আইসোলেশনে চলে যায় সিং পরিবার।

Advertisment

তবে স্বস্তির খবর, মিলখা সিং বাদে পরিবারের বাকি সদস্যরা- মিলখা সিংয়ের স্ত্রী জাতীয় দলের প্রাক্তন ভলিবল ক্যাপ্টেন নির্মল কৌর, নাতি হরজল মিলখা সিং, পুত্রবধূ কুদরত সিং সকলেই করোনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছেন।

আরো পড়ুন: কৃষ্ণাঙ্গ তারকার জন্য অবসরের হুমকি! বর্ণবিদ্বেষে উত্তাল প্রোটিয়াজ ক্রিকেটে নাম জড়াল এবিডিরও

মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, "চলতি সপ্তাহের শুরুতেই একজন রাঁধুনি কোভিডে আক্রান্ত হন। তারপরেই আমরা বুধবার কোভিড পরীক্ষা করাই। সেই পরীক্ষাতেই মিলখা সিং পজিটিভ ধরা পড়েন। গতকাল পর্যন্ত ওঁর কোনো উপসর্গ ছিল না। তবে রাতে হালকা জ্বর এসেছিল। আপাতত উনি বাড়িতে আলাদা রয়েছেন। জ্বর এখন কমে গিয়েছে।"

৯১ বছর বয়সেও মিলখা সিং চন্ডীগড় গলফ ক্লাবে নিয়মিত যান। তবে কোভিডের প্রাদুর্ভাবের কারণে গত ২-৩ মাস ঘরবন্দিই ছিলেন। পুত্র জীব মিলখা সিং আন্তর্জাতিক গলফার। তিনি আপাতত দুবাইয়ে রয়েছেন এক প্রতিযোগিতায়। চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা তাঁর। সেক্টর-৩ স্পোর্টস কমপ্লেক্সে কোভিড কেয়ার মিনি সেন্টার গড়া হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের তরফে ইতিমধ্যেই তা উদ্বোধন করেছেন ভিপি সিং বদনুর। সেই সেন্টারই পরিদর্শন করার কথা রয়েছে জীব মিলখা সিংয়ের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona India Covid-19 in India
Advertisment