Advertisment

হ্যাটট্রিক হিরোদের ক্লাবে শামি, বিশ্বকাপে আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

ভুবনেশ্বর কুমারের জন্য মহম্মদ শামিকে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভুবির চোটের জন্য মাঠের বাইরে। তাঁর পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার সুযোগ পেলেন শামি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammed Shami second Indian to take hat-trick in World Cup

হ্যাটট্রিক হিরোদের ক্লাবে শামি, বিশ্বকাপে আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

ভুবনেশ্বর কুমারের জন্য মহম্মদ শামিকে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভুবির চোটের জন্য মাঠের বাইরে। তাঁর পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার সুযোগ পেলেন শামি।

Advertisment

মাঠে নামার জন্য মুখিয়েই ছিলেন বিশ্বের প্রথমসারির এই বোলার। আর খেলতে না-পারার জন্য যে তাঁর ভিতরে একটা আগুন জ্বলছিল সেটা তিনি সাউদ্যাম্পটনে বুঝিয়ে দিলেন। আর এই আগুনেই ভস্মীভূত হয়ে গেলেন আফগানরা।

আরও পড়ুন: অবিচারের শিকার সামি! বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের পরেই ফেটে পড়ল সমর্থকরা

প্রকৃত অর্থে ম্য়াচের নায়ক বাংলা দলে খেলা এই ভারতীয় পেসারই। কী বলটাই না করলেন শামি! ৯.৫ ওভার বল করে হ্য়াটট্রিক সহ তুলে নেন চার উইকেট। একটি মেডেনও করেন তিনি। ৪০ রান খরচ করেছেন ৪.০৬-এর ইকনমি রেটে। আর কোন সময় শামি হ্যাটট্রিক করলেন সেটাও দেখতে হবে।

আফগানদের শেষ ওভারে জয়ের জন্য় ১৬ রান প্রয়োজন ছিল। শামির প্রথম বলেই মহম্মদ নবি দুরন্ত চার মেরে রানটা কমিয়ে ১২-তে নিয়ে আসেন। কোহলির কপালে ভাঁজ পড়ে যায়। জসপ্রীত বুমরারও মাথায় হাত পড়ে যায়। কিন্তু শামি অবিচল ছিলেন লক্ষ্যে। দ্বিতীয় বলটি তিনি ডট করান।  তিন নম্বর বলে নবি পাণ্ডিয়ার হাতে ক্যাচ আউট হয়ে যান। চতুর্থ এবং পঞ্চম বলে শামির হাত থেকে বেরিয়ে আসে জোড়া ইয়র্কার। আফতাব আলাম আর মুজিব উর রহমানের উইকেট ছিটকে দেন তিনি। শুধু ভারতকে জিতিয়ে সেমি ফাইনালের রাস্তায় নিয়ে গেলেন না। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি।

দেখে নিন বিশ্বকাপে কার কারা  হ্য়াটট্রিক করেছেন এখনও পর্যন্ত:

১) চেতন শর্মা (ভারত), ১৯৮৭

২) সাকলিন মুস্তাক (পাকিস্তান) , ১৯৯৯

৩) চামিণ্ডা ভাস (শ্রীলঙ্কা), ২০০৩

৪) ব্রেট লি (অস্ট্রেলিয়া), ২০০৩

৫) লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ২০০৭

৭) কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ), ২০১১

৮) লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ২০১১

৯) স্টিভেন ফিন (ইংল্যান্ড), ২০১৫

১০) জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা), ২০১৫

১১) মহম্মদ শামি (ভারত), ২০১৯

India Afganisthan
Advertisment