এই জয়ের সুবাদে রোনাল্ডোরা তিন ম্য়াচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু'নম্বরে চলে এল। তাদের থেকে আট পয়েন্টে এগিয়ে থাকা ইউক্রেন পাঁচ ম্য়াচে ১৩ পয়েন্টের সৌজন্য়ে সবার ওপরে। রোনাল্ডোদের খেলার দিনই ইউক্রেন মাঠে নেমেছিল লিথুয়ানিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় পায় তারা।
এই লিথুয়ানিয়ার বিরুদ্ধেই আগামী মঙ্গলবার রোনাল্ডোরা খেলবেন। জয়ের পর পর্তুগালের ইউরো জয়ী কোচ ফার্নান্দো স্য়ান্টোস বলছেন, "খুব সৃষ্টিশীল আর আক্রমণাত্মক খেলেছি আমরা। সার্বিয়ার মতো দুর্দান্ত একটা দলের বিরুদ্ধে সলিড পারফরম্য়ান্স বলা যায়। বিরতির আগে প্রথম গোলটা পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণে ছিল ম্য়াচটা। ওদের মিডফিল্ডের বিরুদ্ধে লড়াই করে জয়টা পেয়েছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে লিথুয়ানিয়া ম্য়াচের আগে।"
চলতি বছর স্য়ান্টোসের কোচিংয়েই রোনাল্ডোরা উয়েফা নেশনস লিগ ছিনিয়ে নিয়েছিল। ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফার নতুন টুর্নামেন্টের শিরোপা উঠেছিল পর্তুগালের মাথায়। ২০১৬ সালে ইউরো কাপ জয়ী পর্তুগাল তিন বছর পর ফের উয়েফার কোনও টুর্নামেন্ট জিতল। অবশ্যই বিশ্বের প্রথম দেশ হিসেবে উয়েফা নেশনস লিগ জিতল তারা।