Advertisment

USA vs India Predicted Playing 11, T20 World Cup 2024: ব্যাটে নেই IPL-এর ঝড়, বলে নেই সেই ম্যাজিক! USA ম্যাচেই ভারতীয় দলে বাদ ২ তারকা

India vs United States: নিউ ইয়র্কের সেই আলোচিত পিচেই ভারত আপাতত দলের সমস্ত কম্বিনেশন ঝালাই করেও দেখে নিতে চাইবে। কঠিন পিচে টানা দুই ম্যাচ জিতে ভারত অনেকটাই আত্মবিশ্বাসী। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় যেভাবে ম্যাচ জিতেছে ভারত, তাতে দলের মনোবল একদম তুঙ্গে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Semi Dangerous New York Pitch, Team India, India vs Ireland

Semi Dangerous New York Pitch: বিতর্কের শিরোনামে নিউ ইয়র্কের পিচ (টুইটার)

T20 World Cup 2024 India vs USA playing 11: রোহিত শর্মার টিম ইন্ডিয়া বুধবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইট পর্বে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়ে নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। নিউ ইয়র্কের চ্যালেঞ্জিং সারফেসে এটাই ভারতের শেষ ম্যাচ। এরপরে ভারত ফ্লোরিডা এবং ওয়েস্ট ইন্ডিজে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলবে।

Advertisment

নিউ ইয়র্কের সেই আলোচিত পিচেই ভারত আপাতত দলের সমস্ত কম্বিনেশন ঝালাই করেও দেখে নিতে চাইবে। কঠিন পিচে টানা দুই ম্যাচ জিতে ভারত অনেকটাই আত্মবিশ্বাসী। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় যেভাবে ম্যাচ জিতেছে ভারত, তাতে দলের মনোবল একদম তুঙ্গে।

কেমনভাবে এই ম্যাচে দল সাজাতে পারে ভারত, দেখে নেওয়া যাক:

দুবেকে নিয়ে প্রশ্ন

দুবে বিশ্বকাপের দুটো ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার আগে ওয়ার্ম আপ ম্যাচেও শিভম দুবে ব্যর্থ হয়েছিলেন। বিগ হিট নিতে পারছেন না তিনি। পাকিস্তান ম্যাচে লো স্কোর ডিফেন্ড করতে নেমে শিভম দুবে ক্যাচ-ও ফস্কান। তাছাড়া রোহিত বোলিংয়ের জন্যও আক্রমণে আনেননি সিএসকে তারকাকে। নিউ ইয়র্কের বাউন্সি পিচে সেভাবে কার্যকরী হবেন না, সেই আশঙ্কাকে নিয়ে ভারত দুবের বদলি হিসেবে খেলাতে পারে সঞ্জু স্যামসনকে।

স্ক্যানারে জাদেজার পারফরম্যান্স

রবিবার পাক ম্যাচে প্ৰথম বলেই আউট হয়ে যান জাদেজা। বল হাতে দলের তান্ডব ফেলা পারফরম্যান্সেও তাঁর কোনও অবদান নেই। জাদেজার ওপর যে রোহিত আস্থা হারিয়ে ফেলেছেন, তা রোহিতের স্ট্র্যাটেজি দেখেই স্পষ্ট। ম্যাচের মোড় ঘোরানো সেই ১৭ তম ওভারে জাদেজার ওভারের কোটা বাকি থাকলেও রোহিত বল তুলে দিয়েছিলেন অক্ষর প্যাটেলের হাতে। জাদেজা-অক্ষর তাঁদের ব্যাটিং স্কিলের জন্যই প্রথম একাদশে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদবকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কুলদীপ আরও কার্যকরী হবেন, এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের। তাঁর আগে ইউএসএ ম্যাচে জাদেজার জায়গায় কুলদীপের অন্তর্ভুক্তি একপ্রকার পাকা।

প্ৰথম একাদশ অপরিবর্তিত থাকছে ইউএসএ-র

সুপার ওভারে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের একাদশই খেলাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মোনাঙ্ক প্যাটেলদের একাদশে কোনও বড়সড় বদলের সম্ভবনা নেই।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ

USA সম্ভাব্য প্রথম একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন এবং উইকেটকিপার), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, আলী খান

Ravindra Jadeja Kuldeep Yadav Cricket World Cup USA ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup Sanju Samson
Advertisment