Advertisment

'ভুল' ইস্টবেঙ্গল-মোহনবাগানকে দেখলেন এমি মার্টিনেজ! দুই প্রধানের সম্মান নিয়ে কার্যত 'ছেলেখেলা'

ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে বিতর্ক বাড়ল এমি মার্টিনেজের অনুষ্ঠানে

author-image
Subhasish Hazra
New Update
NULL

ঠিক হয়েছিল কলকাতায় মনে রাখার মত এক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে কাতারে বিশ্বকাপ জিতে আসা এমিলিয়ানো মার্টিনেজকে। ইস্ট-মোহন দুই কর্তাদের পাশে বসিয়ে মার্টিনেজ মিলিয়ে দেবেন কলকাতার সঙ্গে আন্তর্জাতিক ফুটবল। ইস্টবেঙ্গল-মোহনবাগানের শীর্ষকর্তারা একসঙ্গে স্মরণীয় অনুষ্ঠানে বরণ করে নেবেন কিংবদন্তি স্ট্যাটাস পেয়ে যাওয়া মার্টিনেজকে।

Advertisment

তবে চিত্রনাট্য মেনে মোটেই এগোল না স্ক্রিপ্ট। মার্টিনেজ মিলনমেলা প্রাঙ্গণে 'তাহাদের কথা' অনুষ্ঠানে পৌঁছনোর পরেই ঠুনকো নিরাপত্তা ব্যবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হুড়োহুড়ি, গুঁতোগুতি, ব্যারিকেড ভেঙে যাওয়া এমনকি দর্শকদের মঞ্চে উঠে যাওয়ার মত ভয়ঙ্কর কাণ্ড ঘটল। প্রবল হুল্লোড়ে মঞ্চ ভেঙে পড়ারও উপক্রম হল।

শুধু তাই নয়। মার্টিনেজের সামনে ভুলভাবে উপস্থাপন ঘটল ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই প্রধানেরই। প্ৰথমে ইস্টবেঙ্গল কর্তারা মার্টিনেজকে সংবর্ধনা জানান। বিখ্যাত আর্জেন্টিনীয় গায়ে লাল-হলুদ জার্সি চাপিয়ে নেন। মার্টিনেজের মুখে শোনা যায়, 'জয় ইস্টবেঙ্গল' স্লোগান। এরপরে মোহনবাগান কর্তারাও সংবর্ধনা জানান তাঁকে।

publive-image

এর মধ্যেই আয়োজকদের তরফে বিরাট ভুল চোখে পড়ে গেল। এমির সংবর্ধনা মঞ্চের পিছনে ইস্ট-মোহন দুই ক্লাবের যে লোগো ফুটে উঠল, দুটোতেই ভুল দেখা গেল। 'এটিকে মোহনবাগান' আপাতত অতীত। আইএসএল জয়ের মঞ্চেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দিয়েছিলেন এবার থেকে শুধুই মোহনবাগান। ১ জুন থেকে নতুন পরিচয় মোহনবাগান সুপার জায়ান্ট।

তবে বিতর্কের উদ্রেক ঘটিয়ে এমি মার্টিনেজের সভায় দেখা গেল সবুজ মেরুন সমর্থকদের চক্ষুশূল এটিকে-মোহনবাগান লোগো। ভুলের তালিকা থেকে রেহাই পায়নি ইস্টবেঙ্গলও। শ্রী সিমেন্ট জমানায় ইস্টবেঙ্গল আইএসএল-এ নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। তবে শ্রী সিমেন্ট এখন অতীত লেসলি ক্লডিয়াস সরণিতে। ইমামি কর্তারা ইস্টবেঙ্গল এফসি নামেই আইএসএল-এ দল নামানোর অনুমতি দিয়েছেন। তবে সেই শ্রী সিমেন্টের 'ভূত' পিছু নিতে দেখা গেল এমি মার্টিনেজের মঞ্চে।

লাল-হলুদ, সবুজ মেরুন দুই দলের সমর্থকরাই আপাতত নিশানা করছেন আয়োজকদের। মার্টিনেজকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বক্তব্য অবশ্য এখনও জানা যায়নি। তবে ময়দানি ফুটবল মহলের ব্যাখ্যা, আয়োজকরা দুই ক্লাবের সম্মান নিয়ে বিশ্বকাপজয়ীর মঞ্চে এভাবে ছিনিমিনি না খেললেও পারতেন।

Eastbengal Mohunbagan East Bengal Argentina Kolkata Football Indian Football ATK Mohun Bagan East Bangal atk-mohun-bagan East Bengal Club Mohun Bagan Super Giants
Advertisment