Advertisment

এখনও নেভেনি গতরাতের আগুন! জ্বলছে বারুইপুরের প্লাস্টিক কারখানা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের প্লাস্টিক কারখানার আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
fire brigade trying to catch fire on baruipur mullickpur plastic factory

এখনও জ্বলছে আগুন। ছবি: মীনা মণ্ডল।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানার আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। শনিবার রাতে আচমকা বারুইপুরের মল্লিকপুরের ওই কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। শনিবার রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। রাতভর সেই কাজ চলার পর রবিবার সাকলে দমকলের আরও ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। তবে রবিবার দুপুর পর্যন্তও আগুন পুরোপুরি নেভেনি।

Advertisment

দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দমকল আধিকারিকদের মতে, কারখানার ভিতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকার কারণে আগুন আয়ত্তে আনতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে রবিবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি। শনিবার রাতে মল্লিকপুরের পাঁচঘরার খিরিশতলায় ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়।

publive-image
ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছবি: মীনা মণ্ডল।

আরও পড়ুন- এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য! শারীরিক পরিস্থিতি নিয়ে বড় আপডেট হাসপাতালের!

কিছুক্ষণের মধ্যেই গোটা কারখানায় ওই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রাণহানি এড়ানো গিয়েছে। রবিবার অগ্নিকাণ্ডে বিধ্বস্ত কারখানাটি পরিদর্শনে গিয়েছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক টিম আসবে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ ও বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে জানিয়েছেন তিনি। কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে ধারণা দমকল কর্তাদের।

আরও পড়ুন- একদা মাওবাদী-গড়ে ‘উধাও’ দুই পুলিশকর্মী, আজও নিরন্তর অপেক্ষায় মায়েরা!

মল্লিকপুরের এই কারখানাটিতে কম-বেশি হাজার খানেক শ্রমিক কাজ করেন। বারুইপুর, মল্লিকপুর, চম্পাহাটি, সুভাষগ্রাম, সোনারপুরের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এই কারখানায় কাজে আসেন। কারখানাটিতে আগুন লেগে যাওয়ায় এক রাতের মধ্যে তাঁরাও কর্মহীন হয়ে পড়েছেন। রবিবার সকালে কারখানার সামনে উদ্বিগ্ন শ্রমিকদের ভিড় চোখে পড়েছে।

আরও পড়ুন- অদম্য চেষ্টায় অভাবনীয় কীর্তি যুবকের! তাক লাগানো শিল্পকলায় মুগ্ধ সকলে!

West Bengal fire Factory Fire plastic South 24 Pgs South Africa
Advertisment