মাত্র কয়েকদিনের ব্যবধান। আবারও স্বমহিমায় রাজ্যে হানা দিল পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে আজ আবারও কলকাতা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। সোমবারের মতো সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। তবে সোমবার তেমন কোনও বৃষ্টি না হলেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি।
আরও পড়ুন, দুর্যোগ কাটল, আগামী ক’দিন নামবে পারদ, জানাল হাওয়া অফিস
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানান, ‘‘আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হতে পারে।’’
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০২.৬ মিমি।
অন্যদিকে, গত শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। যার জেরে শহরে ফের ফিরেছিল শীতের আমেজ। গত ১০ বছরে মার্চের শীতলতম দিন ছিল সেদিন।
আরও পড়ুন, এবার রাজ্যের প্রতিটি জেলায় একটি করে সাইবার পুলিশ থানা
উল্লেখ্য, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ।