Rahul Gandhi In Bihar: আজ বিহার সফরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেগুসরাইয়ে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের নেতৃত্বে 'বেকারত্বের প্রতিবাদে' এদিন মিছিলে হাঁটবেন লোকসভার বিরোধী দলনেতা। রবিবার রাহুল গান্ধী একটি ভিডিও পোস্ট করে বলেন, "বিহারের তরুণরা, আমি তোমাদের সকলের সাথে এই সমাবেশে যোগ দেব। এই সমাবেশ বিহারের তরুণদের যন্ত্রণা এবং সংগ্রামকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য।"তিনি যুব সমাজকে সাদা টি-শার্ট পরে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "প্রশ্ন করুন, আওয়াজ তুলুন এবং সরকারের উপর চাপ দিন যাতে কর্মসংস্থানের অধিকারের লড়াই আরও তীব্র হয়।"
এদিকে রাহুল গান্ধীর বিহার সফরকে রবিবার নিশানা করেন বিজেপির প্রবীণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, রাজীব গান্ধী বেগুসরাইতে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট খোলার ঘোষণা করেছিলেন, আজ পর্যন্ত তা খোলা হয়নি। বন্ধ থাকা সার কারখানাটি এখন খুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গঙ্গার উপর ১৭টি সেতুর উদ্বোধন করেছেন।
বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা - গিরিরাজ সিং
পাটনায় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল গান্ধী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মোদী কেবল বিহার নয়, সমগ্র দেশের উন্নয়ন করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর উচিত কংগ্রেস আমলে ৬০ বছরে কতজনকে কর্মসংস্থান দেওয়া হয়েছিল তার পরিসংখ্যান পেশ করা।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আজ দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন, 'আধি রোটি খায়েঙ্গে-ইন্দিরা কো লায়েঙ্গে'। ইন্দিরা ক্ষমতায় এসেছিলেন, কিন্তু দেশে দারিদ্র আরও মাথাচাড়া দিয়ে উঠেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে ঘর, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার গ্যাস উপহার দিয়েছেন'।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার জম্মু ও কাশ্মীরের তিন দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছেন। সোমবার তিনি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন। শাহের এই সফরের উদ্দেশ্য হল সীমান্তে উন্নয়নমূলক কাজ এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা।