RG Kar Incident: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এই খবর জানানো হয়েছে। একইসঙ্গে ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি করে তাণ্ডবে অভিযুক্তদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট কলকাতা পুলিশের। বাকি অভিযুক্তদের চিনতে পুলিশকে তথ্য দিতে আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এমনই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
'মেয়েদের রাত দখল' কর্মসূচির দিনেই মধ্যরাতে আরজি কর হাসপাতালে চড়াও হয় একদল উন্মত্ত যুবক। হাসপাতালের জরুরি বিভাগ-সহ আরজি কর হাসপাতালের একাধিক ঘরে বেপরোয়া ভাঙচুর চলে টানা ৪০ মিনিট। তছনছ করা হয় এইচসিসিইউ, সিসিইউ ইউনিট।
আরও পড়ুন- 'আগে নিজের দিকে তাকান', নাম না করে রাজ্যপালকে তোপ মমতার, কারণ কি আর জি কর?
হাসপাতালের সামনে থাকা পুলিশ কিয়স্ক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। ইটের আঘাতে মাথা ফাটে বেশ কয়েকজন পুলিশ কর্মীর। পুলিশ, সংবাদমাধ্যমের বেশ কয়েকটি গাড়িতেও পরপর ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন- R G Kar Incident: নির্যাতিতার বাড়ি গেল সিবিআই টিম, আরও তিনজনকে জেরার জন্য তলব
এদিকে, সেই ঘটনার তদন্তে নেমে আগেই কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে আরজি করে ভাঙচুরে ধৃতের সংখ্যা বেড়ে ১৯। আরও একবার সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে শুক্রবার আবেদন কলকাতা পুলিশের।