Sayani Ghosh Holi Celebration: দোলে (Dol Utsav) জমাটি মেজাজে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh)। আজ অবশ্য নিজের পাড়াতেই বসন্ত উৎসবের (Basanta Utsav) আনন্দে মেতে উঠতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। নাচে-গানে জমাটি মজায় নিজের ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলেন সায়নী ঘোষ।
জমজমাট লোকসভার (Lok Sabha Polls 2024) লড়াই। দিকে দিকে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন ডান-বাম প্রার্থীরা। গত কয়েকদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন বিধানসভা কেন্দ্রগুলি ধরে ধরে প্রচার সেরেছেন সায়নী। গতকালও সোনারপুর দক্ষিণ কেন্দ্রে নির্বাচনী প্রচারের সময়ে তাঁকে আবির খেলায় মেতে উঠতে দেখা গিয়েছিল। সায়নীর সঙ্গে ছিলেন ওই কেন্দ্রেরই তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র (lovely Moitra)।
আরও পড়ুন- স্ত্রীকে তাঁর ‘মনের মানুষের’ কাছে ফেরালেন স্বামী নিজেই! তাজ্জব কাণ্ডে হইচই
আজ দোলের দিন সায়নী ঘোষকে দেখা গেল তাঁর নিজের ওয়ার্ডেই। গল্ফ গ্রিনে নিজের ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থক ও বাসিন্দাদের সঙ্গে আজ জমিয়ে আবির খেলায় মেতে উঠতে দেখা গেল সায়নী ঘোষকে। আজকের দিনটি পরিবারের সদস্য ও বন্ধুবন্ধবদের সঙ্গে কাটানোর কথা জানিয়েছেন সায়নী।