পাইকারি বাজর বন্ধ করে হল সিএএ প্রতিবাদ আন্দোলন। কোনও রাজনৈতিক দলের ডাকে নয়, খোদ মোদীর রাজ্যের মোদাসায় ব্যবসায়ী সংগঠনের ডাকে শুক্রবার ২৪ ঘন্টার জন্য চলল বাজার বনধ। বাজারের কাছেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে এলেও দোকানগুলি বন্ধই ছিল।
গুজরাটের আরাবল্লি জেলার মোদাসায় মুসলিম কোয়াডিনেশন কমিটির উদ্যোগে বাজার বনধের ডাক দেওয়া হয়। তাতেই সাড়া দেয় পাইকারি বাজার সংগঠন। এছাড়াও, শহরের বেশকিছু এলাকায় বন্ধ ছিল দোকান। ২০১১ সালের জনগণনা অনুশারে মোদাসায় ৫০ শতাংশ হারে বসবাস হিন্দু-মুসলমানের। মুসলিম কোয়াডিনেশন কমিটির আহ্বায়ক সুলেমান জানিয়েছেন, 'সিএএ কালা আইন। তার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করতে হবে। তাই গণতান্ত্রিক পথেই আমরা বিক্ষোভ করছি। পুলিশ আমাদের ব়্যালির অনুমতি দেয়নি। তাই দোকান বন্ধ করে আমরা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছি।'
আরও পড়ুন: ‘পাকিস্তানে যাও’, সিএএ বিক্ষোভকারীদের বলল পুলিশ
আরাবল্লি ও সবরকান্তার সব চেয়ে বড় পাইকারি মার্কেট হল এপিএমসি। শুক্রবার ওই বাজারের প্রায় হাজারের উপর দোকান বন্ধ ছিল। এপিএমসি-র এক দোকানদান মনোজ সুতার ইন্ডিয়ার এক্সপ্রেসকে বলেন, 'সিএএ-এর পক্ষে ২৩ ডিসেম্বর এখানে বিজেপির সভা ছিল। আমরা সেই দু'ঘন্টা দোকান বন্ধ করে দিয়েছিলাম।' মোদাসার স্থানীয় বাসিন্দা হানিফ বলেন, 'এখানে হিন্দু মুসলমান একযোগে দোকান বনধ করেছে। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই।'
মোদাসার পুলিশ সুপার ময়ূর পাটিল বলেন, 'আমাদের কাছে প্রতিবাদ আন্দোলনের কোনও আবেদন জমা পড়েনি। বাজার সংগঠন নিজেরাই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।'
অরাজনৈতিক সংগঠন ও ব্যবসায়ী সমিতির বনধে কংগ্রেসের মদত রয়েছে বলে জানিয়েছেন সবরকান্তার বিজেপি সাংসদ দিপসাইন রাঠোর। তাঁর কথায়, 'কয়েকটি মুসলিম সংগঠন প্রতীকী ধর্মঘট করছে। কংগ্রেস একে সমর্থন করেছে। তবে মোদাসায় তার কোনও প্রভাব পড়েনি।'
Read the full story in English