সীমান্ত বিবাদ মেটাতে আজ ভারত-চিন লেফট্য়ানেন্ট জেনারেল পর্যায়ের বৈঠক চলছে। হাতির পর এবার নৃশংসতার শিকার হল গরু। কেরালার পর এবার হিমাচলপ্রদেশের বিলাসপুরে বিস্ফোরক মোড়া ময়দার গোলা খেয়ে জখম হল গর্ভবতী গরু। দেশের আর্থিক অবস্থা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী। আসামে সিএএ বিরোধী আন্দোলনকারীর বিরুদ্ধে চার্জশিট
পেশ করল এনআইএ। দিনের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
লাদাখ উত্তেজনা প্রশমনে ইন্দো-চিন সীমান্ত বৈঠক
সীমান্ত ঘিরে ভারত-চিন উত্তেজনা তুঙ্গে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে বিরোধ সমাধানে আজদু'দেশের সেনা কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। চুশুল-মলডো সেনা ছাউনিতে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্বে সেনার ১৪ কোরের লেফটেন্য়ান্ট জেনারেল হরিন্দর সিং। শুক্রবারই ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন চিনা বিদেশমন্ত্রকের ডিরেক্টর জেনারেল। এই ভিডিও বৈঠকেই সীমান্ত ইস্যু মেটাতে দু'দেশই শান্তিপূর্ণ আলোচনা চালাতে সম্মত হয়।
* ভারত-চিন সীমান্তে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে গত ১ মাস ধরে উত্তেজনার পারদ চড়ছে
* লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে গালওয়ান উপত্যকায় চিন সমারাস্ত্র মজুত করছে, সেনার সংখ্যাও বাড়চ্ছে
* ভারতও লাদাখ, সিকিম সহ ইন্দো-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন করেছে
* দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আবাহ তৈরি হয়েছে
* চরম সংকটের পরিস্থিতির কথা আগাম ভেবেই সেনার প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে: শি জিনপিং
* চিনা আগ্রাসনের সামনে ভারতীয় সেনা কোনও মতেই পিছ-পা হবে না, মোদীর সঙ্গে সেনা প্রধানের আলোচনায় সিদ্ধান্ত
* তবে, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সেনা পর্যায়ের আলোচনাতেই গুরুত্ব দিচ্ছে দুই দেশ
এদিনের বৈঠকে বিতর্কিত জায়গায় স্থিতাবস্থা ফেরানোর প্রস্তাব দিতে পারে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রক্ষিতে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবে। আলোচনার মাধ্যমেই বিরোধের সমাধানে রাজি ভারত-চিন। চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং টুইটে বলেছেন, 'মতভেদ যেন বিরোধের কারণ হয়ে না দাঁড়ায়ে। ভারত চিন যেন একে অপরের কাছে ভীতিক কারণ না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। উভয় দেশের নেতৃত্বের গাইডলাইনের ভিত্তিতে সমস্যার সমাধান প্রয়োজন।'
তবে, এই আলোচনা বিষয়টি সদর্থক হলেও এখনই এর থেকে কোনও বড় কোনও 'ব্রেকথ্রু' আশা করছেন না ভারতীয় কূটনীতিকরা। অনড় অবস্থান কাটতে আরও পাঁচ থেকে ছ'বার এই প্রর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
হাতির পর এবার বিস্ফোরকভর্তি খাবার খেয়ে জখম গর্ভবতী গরু
হাতির পর এবার নৃশংসতার শিকার হল গরু। কেরালার পর এবার হিমাচলপ্রদেশের বিলাসপুরে বিস্ফোরক মোড়া ময়দার গোলা খেয়ে জখম হল গর্ভবতী গরু। এ ঘটনায় এক ব্য়ক্তিকে শনিবার গ্রেফতার করেছে হিমাচলপ্রদেশ পুলিশ। গত মাসে বিলাসপুর জেলায় ময়দার গোলায় বিস্ফোরক রেখে দেওয়া হয়। সেই ময়দার গোলা খাবার ভেবে খায় একটি গর্ভবতী গরু। তারপরই বিস্ফোরক ফেটে যায়।
*কেরালায় হাতির পর এবার হিমাচলে বিস্ফোরক ভর্তি খাবার খেয়ে জখম গর্ভবতী গরু।
*বিলাসপুরে বিস্ফোরক মোড়া ময়দার গোলা খেয়ে জখম হল গর্ভবতী গরু।
* এ ঘটনায় শনিবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইতিমধ্য়েই কেরালার মতো হিমাচলের এই নৃশংস ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। (Read the full story in English)
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
আমজনতার হাতে নগদ টাকা না দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করছে কেন্দ্র: রাহুল
করোনায় লকডাউন পরিস্থিতিতে কার্যত টালমাটাল দেশের আর্থিক অবস্থা। এই পরিস্থিতিতে আমজনতার হাতে নগদ টাকা জোগান দেওয়ার জন্য় সোচ্চার হলেন রাহুল গান্ধী। এ প্রসঙ্গে এদিন মোদী সরকারকে বিঁধে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, 'আমজনতা এবং ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ব্য়বসায়ীদের হাতে নগদ টাকা না দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে কেন্দ্র'।
* টুইটারে একটি প্রতিবেদনের সঙ্গে রাহুল মোদী সরকারকে 'ডেমন ২.০' বলে বর্ণনা করেছেন।
* গরিব ও ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পকে চাঙ্গা করতে ১০ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছেন রাহুল।
* রাহুল বলেছেন, আমজনতার হাতে নগদ টাকা না দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করছে কেন্দ্র।
উল্লেখ্য়, এর আগেও দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন রাহুল। লকডাউন কৌশল ব্য়র্থ হয়েছে বলেও দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ। (Read the full story in English)
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
'সব শিখই খালিস্তানের স্বপ্ন দেখেন, প্রস্তাব এলে গ্রহণ করব'
'প্রত্যেক শিখই খালিস্তানের পক্ষে। ভারত সরকার তা দিলে সবাই মেনে নেবে।' শনিবার অপরেশন ব্লুস্টারের বর্ষপূর্তি উপলক্ষে এই মন্তব্য করেন অকাল তখত প্রধান গিয়ানি হরপ্রীত সিং। এদিন খালিস্তানের পক্ষে স্লোগান দেন হরপ্রীত সিং। এ প্রসহ্গে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, 'অনুষ্ঠান শেষে খালিস্তানের পক্ষে স্লোগান দিলে তা অন্যার কিছু নেই। সরকার আমাদের খালিস্তান দিয়ে দিলে তার চেয়ে বেশি আমরা কি আর চাইতে পারি? আমাদের এটা মানতে হবে যে, প্রত্যেক শিখ জাতির মানুষই খালিস্তানের পক্ষে।'
অনুষ্ঠানে উপস্থিত শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট গোবিন্দ সিং লংগোয়ালও অকাল তখত প্রধানের কথায় সায় দেন। জানান 'কেউ খালিস্তান দিলে আমরা না করবো না।' উল্লেখ্য, পাঞ্জাবে অবস্থিত স্বর্ণমন্দিরকে জঙ্গিমুক্ত করতে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে অভিযান সেনা চালিয়েছিল তাকেই 'অপারেশন ব্লুস্টার' বলা হয়।
তবে, করোনা লকডাউনের কারণে অপারেশন ব্লুস্টারের পর এই প্রথম কোনও ভক্তই স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে পারেননি। অমৃতসরজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। Read in English
বাংলার সব গুরুত্বপূর্ণ খবরগুলি পড়তে থাকুন
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
দুর্গ আগলে রাখতে বিধায়কদের রিসর্টে পাঠালো গুজরাত কংগ্রেস
রাজ্য়সভার ভোটের আগে দলবদল ঘিরে গুজরাতে সরগরম রাজনীতির ময়দান। দলের তিন বিধায়কের ইস্তফার পর এবার বাকি ৬৫ জন বিধায়ককে সে রাজ্য়ের বিভিন্ন রিসর্টে সরালেন কংগ্রেস নেতৃত্ব। দলে ভাঙন রুখতেই ঝুঁকি না নিয়ে বিধায়কদের রিসর্টে রাখার সিদ্ধান্ত হাত শিবির নিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
* করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিন দলে ভাগ করে বিধায়কদের রিসর্টে পাঠানো হয়েছে।
*আমবাজি, রাজকোট ও ভাদোদরার রিসর্টে বিধায়কদের রাখা হয়েছে।
* আমবাজির কাছে ওয়াইল্ড উইন্ডস রিসর্টে সরানো হয়েছে উত্তর গুজরাতের বিধায়কদের।
*রাজকোটের কাছে দলের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল রাজগুরুর নীলস সিটি রিসর্টে পাঠানো হয়েছে সৌরাষ্ট্রের বিধায়কদের।
* ভাদোদরার কাছে উমেটায় এরিজ রিভারসাইড ফার্মহাউসে রাখা হয়েছে দক্ষিণ ও মধ্য় গুজরাতের বিধায়কদের।
রাজ্য়সভার ভোটের আগে বিজেপির প্রলোভন ও চাপ থেকে দলের বিধায়কদের সুরক্ষিত রাখতেই তাঁদের রিসর্টে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেসের এক শীর্ষ নেতা। (Read the full story in English)
কর্নাটক থেকে রাজ্যসভায় কংগ্রেসের পোড় খাওয়া খাড়গে
মল্লিকার্জুন খাড়গেকে কর্নাটকের রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দলের সভানেত্রী সোনিয়া গান্ধী খাড়গের প্রার্থীপদে অনুমোদন দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। এবার কর্নাটক থেকে রাজ্যসভার চারটি আসন ফাঁকা হয়েছে। কংগ্রেস নিজের ক্ষমতায় কর্নাটক থেকে একটি রাজ্যসভার আসন জিততে পারবে। সুতরাং খাড়গের জয় একপ্রকার নিশ্চিত।
* ১৯৭২ সাল থেকে ভোটে লড়ছেন মল্লিকার্জুন খাড়গে
* ২০১৯ সালের লোকসভায় কালবুর্গি আসন থেকে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি
* রাজ্যসভা ভোটে প্রার্থী হতে পারেন জেডিএস প্রধান এইচ ডি দেবগৌড়া
* তবে, ভোটে লড়াইয়ের বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি
আগামী ১৯ রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে ওই রাজ্যে কংগ্রেসের আসন সংখ্যা ৬৮। জেতার জন্য প্রয়োজন ৪৪ জন বিধায়কের সমর্থন। দলের সিদ্ধান্ত, বাকি ভোট জেডিএস প্রার্থীকে দেবেন কংগ্রেস বিধায়করা। মোট চারটির মধ্যে দু'টি আসনে বিজেপির জয় নিশ্চিৎ। একটি আসন নিয়ে লড়াই হাড্ডাহাড্ডি। Read in English
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
ফেসবুকে লাল সেলাম, কমরেড সম্বোধন, লেনিনের ছবি! আসামে সিএএ বিরোধী আন্দোলনকারীর বিরুদ্ধে এনআইএ চার্জশিট
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-য়ের বিরুদ্ধে গত বছর ডিসেম্বর থেকে আন্দোলনের ঝড় ওঠে আসামে। ওই আন্দোলনে অংশ নেওয়া কৃষক নেতা অখিল গগৈকে গত ডিসেম্বরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। চলতি বছরের শুরুতে একই আইনে অখিল গগৈর সঙ্গী বিট্টু সোনওয়াল-সহ আরও দু’জনকে গ্রেফতার করে এনআইএ। সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা বিট্টু সোনওয়ালের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে জানিয়েছে, ফেসবুকে ‘কমরেড’ ও ‘লাল সেলাম’ এর মতো শব্দে পরিচিতদের সম্বোধন করেছিলেন বিট্টু। ২৯ মে বিট্টু সোনওয়ালের বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিটে এনআইএ-য়ে জানিয়েছে, 'বিট্ট লেনিনের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে লেখেন, পুঁজিবাদীরা আমাদের যে দড়ি দিয়ে বিক্রি করবে, আমরা তাতেই তাদের ঝুলিয়ে দেব।'
* সিএএ ধর্মের ভিত্তিতে তৈরি আইন, এই অভিযোগে গত ডিসেম্বর থেকে দেশজুড়ে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়
* আসামে রক্তক্ষয়ী আন্দোলন চলে, নিহত হন বেশ কয়েকজন সিএএ বিরোধী আন্দোলনকারী
* কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দফতর থেকে মাও, লেনিনের বেশকিছু বই বাজেয়াপ্ত করা হয়
* নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) দলের হয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ১৬ ডিসেম্বর অখিল গগৈকে গ্রেফতার করে এনআইএ
* অখিল গগৈয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু
* দেশ বিরোধী কাজের অভিযোগে ধৃত গ্রেফতার বিট্টু সোনওয়াল, ধৈর্য্য কোনার ও মানস কোনার
আন্দোলনের সময় আসামকে ভারতীয় মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা, সন্ত্রাসবাদী কাজ করে প্রশাসনকে বিপদে ফেলার মত ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় ধৃত চারজনের বিরুদ্ধে। তবে, 'মিথ্যা' অভিযোগে অখিল গগৈ সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। সংগঠনের তরফে ভাস্কো দে সাইকিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'কৃষক নেতাদের জোর করে মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তিহীন অভিযোগে চার্জশিট দিয়েছে এনআইএ। ৬ মাস পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি।' Read in English
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
বিজেপি মুখপাত্রের অভিযোগে সাংবাদিক বিনোদ দুয়ার নামে এফআইআর
'দিল্লি দাঙ্গা নিয়ে ভুল রিপোর্টিং’ এবং ‘মিথ্যে ও অপ্রাসঙ্গিক রিপোর্টিং’-এর অভিযোগ এনে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় সাংবাদিক বিনোদ দুয়ার নামে এফআইআর দায়ের করল বিজেপির মুখপাত্র নবীন কুমার।
* প্রসঙ্গত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তখন ‘ব্যাপম কেলেঙ্কারি’ নিয়ে মুখ খোলেন সাংবাদিক বিনোদ দুয়া
* জুনের ৪ তারিখ এই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
* বিনোদ দুয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমার সঙ্গে দিল্লি পুলিশ এখনও যোগাযোগ করেনি। কিন্তু আমি ওদের টুইটটি দেখেছি।”
* বিনোদ দুয়ার জনপ্রিয় শো-র প্রসঙ্গ এনেই মানহানির কথা উল্লেখ করা হয় এফআইআর-এ।
* নয়া নাগরিকত্ব আইন (সিএএ) এবং নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ভুয়ো সাংবাদিকতার অভিযোগও করা হয় বিনোদ দুয়ার নামে।
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
টুইটার থেকে ব্লক আমুল, সুরক্ষার কারণে বন্ধ হয়েছে জানাল মাইক্রোব্লগিং সাইট
বন্ধ করা হল আমুল সংস্থার টুইটার অ্যাকাউন্ট। যদিও সোশাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে টুইটারের পক্ষ থেকে জানান হয় যে প্ল্যাটফর্মটির সুরক্ষার জন্যই ব্লক করা হয় অ্যাকাউন্টটিকে।
* ৪ জুন সন্ধ্যেয় হঠাৎই আমুল সংস্থার নজরে আসে ঘটনাটি।
* সম্প্রতি চিনা দ্রব্য বয়কট এই বিষয়টিকে নিয়ে আমুল একটি 'এক্সিট দ্য ড্রাগন' পোস্ট করে
* ৩ জুন এই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায়। ৪ জুন আচমকাই ব্লক হয় আমুলের অ্যাকাউন্টটি।
* যদিও টুইটার গোটা ঘটনার সঙ্গে অ্যাকাউন্ট ব্লকের বিষয়টি অস্বীকার করেছে।
* তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তাঁদের রুটিন কাজ। অ্যাকাউন্টের সুরক্ষাবিধির জন্যই এটা করা হয়েছিল।
* যদিও ৫ তারিখ ফের পুনরুদ্ধার করা হয় অ্যাকাউন্টটিকে।
* প্রসঙ্গত গত ৫৫ বছর ধরে আমুলের এই মেয়েটি ম্যাসকট হিসেবে রয়েছে এবং বিভিন্ন ইস্যুতে মজার মজার বিষয় তুলে ধরা হয় পোস্টে।
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
'ভারত-আফগান ভেদাভেদের পাক চেষ্টা সফল হবে না', ইসলামাবাদকে সতর্ক করল দিল্লি
'ভারত-আফগানিস্তানের বন্ধুত্বে ছেদ ঘটাতে পারবে না পাকিস্তান।' ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি নয়া দিল্লির। পাক প্রধানমন্ত্রী ইমরান খান আগেই স্বীকার করেছিলেন যে সেদেশে ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে। সেকথাও ইসলামাবাদকে স্মরণ করিয়ে দেওয়া হয়। সম্প্রতি পাকিস্তান অভিযোগ করেছিল যে, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া বানচাল করাই ভারতের উদ্দেশ্য। সেই অভিযোগের জবাব দিতে গিয়েই বিদেশমন্ত্রকের মুখপাত্র এই মন্তব্য করেছেন।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্ত বলেছেন যে, 'আশাকরি পাক বিদেশমন্ত্রক ভালই করেই স্মরণ করতে পারছে যে সে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন তাদের কাছে ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে। অতীতে একাধিকবার সেদেশের নেতারাও তা শিকার করেছেন। নাশকতামূলক কার্যকলাপের জন্য সেদেশের মাটি ব্যবহার করছে জঙ্গিরা। বিশ্বের সকলেই জানে যে পাকিস্তানই হল জঙ্গিদের ভরকেন্দ্র। রাষ্ট্রসংঘ ঘোষিত বহু জঙ্গি সেদেশে রয়েছে। অন্যের দিকে আঙুল তুললেই বাস্তব এড়িয়ে যাওয়া অসম্ভব।' এরপরই অনুরাগ বলেন, 'আফগানিস্তান ও পৃথিবীর সবাই জানে যে কারা ধ্বংসের মূলে রয়েছে। নিরাপরাদ আফগানদের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য জঙ্গিদের কারা আশ্রর দেয়, প্রশিক্ষণ, অর্থের যোগান কোথা থেকে হয়- কারোরই তা অজানা নয়।'
* রাষ্ট্রসংঘের রিপোর্টে প্রকাশ বিদেশি জঙ্গি ও ৬,৫০০ পাক নাগরিক আফগানিস্তানে নাশকতা চালাতে প্রস্তুত
* এই রিপোর্ট দেখে ২ জুন গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত
* এরপরই ভারতের বিরুদ্ধে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া বানচালের অভিযোগ করে ইসলামাবাদ
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ও ফিনান্সিয়াল টাস্ক ফোর্স পাকিস্তানকে জঙ্গিদের অর্থ সহায়তা ও মদত দেওয়া বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু, তাত হুঁশ নেই সেদেশের। এখন নজর ঘোরাতেই ভারতের বিরুদ্ধে 'ভুয়ো অভিযোগ' করছে পাকিস্তান। দাবি ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্রের।
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
হজ যাত্রা নিয়ে মৌন সৌদি আরব, অগ্রিম ফেরতের সিদ্ধান্ত
করোনার জেরে এবার বন্ধের মুখে হজ যাত্রা। মক্কায় যাত্রার বিষয়ে এখনও সৌদি আরবের তরফে কিছু জানানো হয়নি। তাই হজের জন্য যেসকল পূন্যার্থী অগ্রিম অর্থ দিয়েছিলেন তাঁদের টাকা ফিরিয়ে দেবে হজ কমিটি। শুক্রবার কমিটির এক বৈঠকে অগ্রিম অর্থ ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
হজ কমিটির সিইও মাকসুদ আহমেদ খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, 'মার্চের ১৩ তারিখ সোদি আরবের তরফে বলা হয়েছিল যে করোনা সংক্রমণের কারণে হজের জন্য প্রস্তুতির কাজ থমকে গিয়েছে। এ বছর হজের জন্য আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু, সৌদি কর্তৃপক্ষ মার্চের পর হজ নিয়ে আর কিছু জানায়নি।'
ইতিমধ্যেই এই পূণ্য যাত্রা নিয়ে উৎসাহী বহু মানুষ হজ কমিটির কাছে জানতে চাইছেন। বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাই সিদ্ধান্ত হয়েছে যে, হজের জন্য দেওয়া অগ্রিম অর্থ কেউ ফেরৎ চাইলে তা দেওয়া হবে। এর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। হজ কমিটির ওয়েবসাইটেই ওই ফর্ম পাওয়া যাবে। Read in English
দিনের সব গুরুত্বপূর্ণ জাতীয় খবরগুলি পড়ুন এই প্রতিবেদনে