কুলভূষণকাণ্ড: ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান,রাষ্ট্রসংঘে নালিশ আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রধানের

বুধবার ১৯৩ সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক ন্যায় আদালতের রিপোর্ট পেশ করা হয়। ইউসুফ বলেছেন, ‘‘ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান’’।

বুধবার ১৯৩ সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক ন্যায় আদালতের রিপোর্ট পেশ করা হয়। ইউসুফ বলেছেন, ‘‘ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Kulbhushan Jadhav, কুলভূষণ যাদব, Consular access for Kulbhushan Jadhav, কুলভূষণ যাদবের কনস্যুলার অ্যাকসেস, Kulbhushan Jadhav news, কুলভূষণ যাদবের খবর, Kulbhushan, কুলভূষণ, pakistan, পাকিস্তান, india, ভারত

কুলভূষণ যাদব, ফাইল ছবি।

কুলভূষণ যাদব মামলায় অস্বস্তি বাড়ল পাকিস্তানের। ভিয়েনা কনভেনশনে শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এমন মন্তব্যই করলেন আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট বিচারক আবদুলকায়ি ইউসুফ। বুধবার ১৯৩ সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক ন্যায় আদালতের রিপোর্ট পেশ করা হয়। ইউসুফ বলেছেন, ‘‘ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান’’।

Advertisment

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল মাসে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে পাকিস্তানি সামরিক আদালত গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের দায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর পরেই ভারত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। চলতি বছরের গত ১৭ জুলাই হেগ-এর আন্তর্জাতিক ন্যায় আদালত পাকিস্তানকে বলে যাদবের শাস্তি ও মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে এবং তাঁকে অনতিবিলম্বে কনসুলার অ্যাকসেস দিতে। পাকিস্তান যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে বলে ভারতের বক্তব্য ছিল তার সঙ্গে সহমত পোষণ করে আন্তর্জাতিক ন্যায় আদালত।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেনে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৬৫

পাকিস্তানের অভিযোগ, ভারতের প্রাক্তন নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব একজন গুপ্তচর। অন্যদিকে ভারতের দাবি, কুলভূষণ ইরানে নিজের ব্যবসা চালাতেন, সেখান থেকে তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভিয়েনা কনভেনশন এবং আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মেনে কুলভূষণের কনসুলার অ্যাকসেস দেয় পাকিস্তান। তাঁর সঙ্গে সাক্ষাতের পর নয়া দিল্লি জানায়, এই মামলায় পাকিস্তানের মিথ্যাকে সমর্থন করার জন্য ভয়াবহ রকমের চাপ দেওয়া হচ্ছে কুলভূষণের উপর।এর আগে অগাস্টের গোড়ায় একবার কুলভূষণের কনসুলার অ্যাকসেস দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু নির্ভয় ও চাপহীন পরিবেশে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত।

Advertisment

Read the full story in English

International news national news