New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Andre-Russell-wife-Jassym-Lora.jpg)
স্ত্রী জ্যাসিম লোরার সঙ্গে আন্দ্রে রাসেল (টুইটার)
কেকেআর-এর জার্সিতে অপ্রতিরোধ্য আন্দ্রে রাসেল। ব্যাটে বলে দেশ ও কেকেআর-কে বহু ম্যাচ জিতিয়েছেন। তবে রাসেলের আসল অনুপ্রেরণা তাঁর স্ত্রী জ্যাসিম লোরা। ডোপিং বিতর্কে যখন প্রশ্নের মুখে রাসেলের ক্রিকেটীয় কেরিয়ার, তখন বান্ধবী জ্যাসিম লোরাই সর্বক্ষণ মানসিক শক্তি জুগিয়েছেন তাঁকে। বহুবার সাক্ষাৎকারে একথা বলেছেন রাসেল। বাইশ গজে রাসেল যেমন ঝড় তোলেন, তেমনই সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন রাসেলের স্ত্রী জ্যাসিম লোরা। নেটদুনিয়ায় স্বামীর জনপ্রিয়তাকে হার মানাচ্ছেন স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় রাসেলের ফ্যান ফলোয়িংকেও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখেন জ্যাসিম লোরা ২০১৪ সালে এনগেজমেন্ট হয় দু’জনের। ২০১৬-তে গাঁটছড়া বাঁধেন দু’জনে। লিভ-ইনের পর বিয়ে করেছেন তাঁরা। রাসেলের বিয়ের ছবি সেই সময় ভীষণ সাড়া ফেলেছিল। রাসেলের সুপার মডেল স্ত্রী থাকেন ফ্লোরিডার মায়ামিতে। ২০১৮-এ লস এঞ্জেলস-এর প্রোডাকশন কোম্পানি ভেনাস এন্টারটেনমেন্ট-এর সঙ্গে চুক্তি করেছিলেন রাসেল। ডোমিনিকা প্রজাতন্ত্রের মডেল গত বছর আইপিএল-এর সময় স্বামী রাসেলের সঙ্গে গোটা মরশুমই ছিলেন কলকাতায়। আদতে ডমিনিকা প্রজাতন্ত্রের বাসিন্দা হলেও বর্তমানে লোরা মার্কিন নাগরিক। রাসেল যেখানেই ক্রিকেট সফরে যান, প্রায়ই তাঁর সঙ্গে দেখা যায় লোরাকে। ইডেনেও হাজির থাকেন নাইট তারকার স্ত্রী। ইডেনে স্বামী সহ গোটা নাইট দলকেই চিয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি প্রায়ই পোস্ট করেন রাসেলের সুন্দরী স্ত্রী। রাসেলের স্ত্রী-র সঙ্গে শাহরুখ খান, ক্রিস গেইল, উসেইন বোল্টদের মতো তারকাদেরও হৃদ্যতা রয়েছে। জ্যাসিম লোরার ওয়েবসাইট থেকে জানা যায়, তিনি সবসময়ে নতুন জিনিস শিখতে আগ্রহী। নিজেকে ‘ফাস্ট লার্নার’ বলে দাবিও করেন। রাসেল-লোরা জুটি বেঁধে ডাবম্যাশ ভিডিও-ও বানিয়েছেন গত বছর। জ্যাসিমকে 'লেডি লাক' বলে থাকেন ক্যারিবিয়ান ক্রিকেটার। কিছুদিন আগেই রাসেল-জ্যাসিম পরিবারে নতুন অতিথিকে আগমন জানিয়েছেন। দুই নাইট তারকা সুনীল নারিন ও রাসেল নিজেদের বান্ধবীদের সঙ্গে বাইশ গজের মতো ব্যক্তিগত জীবনেও রাসেল সুপারহিট জ্যাসিমের সঙ্গে পার্টনারশিপে।