কোচের কাছে বড়সড় বকা খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর্সেনালের বিপক্ষে শনিবার রাতে খেলতে নেমেছিল আস্টন ভিলা। ম্যাচের ফলাফল একসময় ৩-২ ছিল গানার্সদের পক্ষে। সেই সময় গোল শোধের উদগ্র তাড়নায় গোল ফাঁকা রেখে সুইপার কিপার হতে অনেকটাই ওপরে উঠে গিয়েছিলেন এমি মার্টিনেজ। ফাঁকা গোলের সুযোগে আর্সেনাল একদম শেষদিকে ৪-২ করে যায়।
নিজের পুরোনো ক্লাব আর্সেনালের বিপক্ষে খেলতে নেমেছিলেন মার্টিনেজ। দু-দুবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ভিলা। নির্ধারিত সময়ে খেলার শেষে ম্যাচের ফলাফল ছিল ২-২। এর পরেই ভিলা সমর্থকদের কাছে ভিলেন হয়ে যান মার্টিনেজ। প্ৰথমে নিজে আত্মঘাতী গোল হজম করে বসেন। জর্জিনহোর শট ক্রসবার এবং তাঁর মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। তারপর সমতা ফেরানোর জন্য গোলমুখ ছেড়ে মাঝমাঠে উঠে যান মার্টিনেজ। অরক্ষিত গোলে ৪-২ করে যান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
এরপরেই মার্টিনেজকে ম্যাচের পরেই একহাত নেন কোচ উনাই এমেরি। বলে দেন, "কখনই ওঁকে গোলশোধ করতে ওপরে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। ৩-২ গোলে হার ভদ্রজনক হলেও ৪-২ ফলাফল কিন্তু মোটেই ভালো নয়।
কাতার বিশ্বকাপে মাঠ এবং মাঠের বাইরে বিভিন্নভাবে শিরোনামে উঠে এসেছেন মার্তিনেজ। কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করা হোক বা গোল্ডেন গ্লাভস জয়ের মঞ্চে কুৎসিত অঙ্গভঙ্গি বারবার খবরের হেডলাইন হয়েছে। তবে শনিবার রাতে মার্টিনেজ যেন ভূপতিত হিরো।
ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হল জর্জিনহোর পোস্টে শট। ইতালিয়ান তারকা ম্যাচের পরে উচ্ছ্বসিত হয়ে বলে দিয়েছেন, "এটাই প্রিমিয়ার লিগ। এই কারণে এটা বিশ্বের সেরা লিগ। এটা দুরন্ত।"
আর্সেনালের হয়ে প্ৰথম গোল করা আলেকজান্ডার জিনচেঙ্কো বলে দিয়েছেন, দলের দুর্ধর্ষ খেলায় ফের ইপিএল খেতাব জয়ের দৌড়ে চলে এল আর্সেনাল।
গানার্স বস আর্তেতা বলে দিয়েছেন, "পুরোটাই ছেলেদের কৃতিত্ব। ড্রেসিংরুম পুরো নাচতে শুরু করে দিয়েছে। ম্যান সিটি ম্যাচের মাত্র ৭২ ঘন্টা মধ্যে এই ম্যাচে নেমে এরকম পারফরম্যান্স হৃদয় ছুঁয়ে দেওয়ার মত।"
আর্সেনালকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল ম্যান সিটি। তবে শনিবার নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ম্যান সিটি আটকে যাওয়া এবং ভিলার বিরুদ্ধে আর্সেনালের জয় ফের একবার গানার্সদের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে দিল।
Read the full article in ENGLISH