Advertisment

ইডেনে দিন-রাতের টেস্ট: দু'দিনেই শেষ প্রথম তিনদিনের টিকিট

হাতে আর দু'সপ্তাহ। তারপরেই ক্রিকেটের স্বর্গোদ্য়ানে লেখা হবে নয়া ইতিহাস। আগামী ২২ নভেম্বর ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে দিন-রাতের টেস্ট। ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে খেলা হবে গোলাপি বলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Day-Night test ticket demand soars online

দু'দিনেই নিঃশেষ প্রথম তিনদিনের টিকিট

হাতে আর দু'সপ্তাহ। তারপরেই ক্রিকেটের স্বর্গোদ্য়ানে লেখা হবে নয়া ইতিহাস। আগামী ২২ নভেম্বর ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে দিন-রাতের টেস্ট। ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে খেলা হবে গোলাপি বলে।

Advertisment

কলকাতা বরাবরই খেলা পাগল শহর। ক্রিকেট হোক বা ফুটবল। মানুষের উন্মাদনার পারদ থাকে তুঙ্গে। ঐতিহাসিক ম্য়াচে সাক্ষি থাকার জন্য়ও শহরাসীর মধ্য়ে একটা উন্মাদনা কাজ করছে। তার সবচেয়ে বড় প্রমাণ টিকিট বিক্রির সংখ্য়া। সিএবি তাদের ফেসবুক পেজে জানিয়ে দিল যে, দু'দিনের মধ্য়েই প্রথম তিন দিনের টিকিট বিক্রি শেষ।

আরও পড়ুন-ধারাভাষ্যকার ধোনিকে সম্ভবত দেখা যাবে না

আরও পড়ুন-ইডেনে দিনরাতের টেস্ট: সন্ধের মুখে বেশি সুইং করবে গোলাপি বল

বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব অভিষেক ডালমিয়া অনলাইন টিকিট বিক্রির সংখ্য়াটা জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন," অনলাইনে বিক্রয়যোগ্য় টিকিটের ৩০ শতাংশ টিকিট (৫৯০৫) প্রথম তিন দিনেই শেষ। চতুর্থ দিনের ৩৫০০ টিকিটও শেষ।"

আরও পডুন-ক্রীড়ানক্ষত্ররা এবার এক ছাদের তলায়, দিন-রাতের টেস্টে ইডেনে বসছে চাঁদের হাট

ইডেন টেস্টে টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা ও সর্বাধিক ২০০০ টাকা। বুক মাই শো-র মাধ্য়মে অনলাইনে টিকিট কেনা যাচ্ছে। সেখান দেখিয়ে দেওয়া হয়েছে যে, সিজন পাস-সহ প্রথম তিন দিনের টিকিটি নিঃশেষ। চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটও বিক্রি হচ্ছে ঝড়ের বেগে।

ইডেন টেস্টের প্রথম দিনে ২০ জন স্তন ক্য়ান্সার জয়ী উপস্থিত থাকবেন। সিএবি তাদের সম্মানিত করবে বলেও জানানো হয়েছে। টেস্টের তৃতীয় দিন ক্য়ান্সার আক্রান্তরা ইডেনে খেলার সুযোগ পাবেন।বিশেষ টেস্টে দর্শক, অতিথি ও প্লেয়ারদের মেডিক্য়াল সহযোগিতার দিকেও নজর সিএবি-র। এক বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। মাঠে দু'টো আইসিইউ দেওয়া অ্যাম্বুলেন্স থাকছে। নার্সের পরিষেবা ও ওষুধপত্রও থাকবে।

cricket Bangladesh India Eden Gardens
Advertisment