GT vs RR IPL 2025: সাইয়ের 'সুদর্শন' চক্রে কচুকাটা রাজস্থান, বল হাতে আগুন ঝরালেন প্রসিধ-রাশিদরা, ৫৮ রানে জয়ী গুজরাট

GT vs RR, Gujarat Titans vs Rajasthan Royals IPL 2025: সাই সুদর্শনের (Sai Sudarshan) তুফানি ৮২ রানের ইনিংসের সাহায্যে গুজরাট টাইটান্স রাজস্থানের সামনে ২১৮ রানের লক্ষ্য রাখে।

GT vs RR, Gujarat Titans vs Rajasthan Royals IPL 2025: সাই সুদর্শনের (Sai Sudarshan) তুফানি ৮২ রানের ইনিংসের সাহায্যে গুজরাট টাইটান্স রাজস্থানের সামনে ২১৮ রানের লক্ষ্য রাখে।

author-image
IE Bangla Sports Desk
New Update
GT vs RR IPL 2025: সাই সুদর্শনের দুরন্ত ব্যাটিংয়ে বড় জয় গুজরাটের

GT vs RR IPL 2025: সাই সুদর্শনের দুরন্ত ব্যাটিংয়ে বড় জয় গুজরাটের

GT vs RR IPL 2025 Match Updates: ঘরের মাঠে দাপট দেখিয়ে বড় জয় গুজরাট টাইটান্সের (Gujarat Titans)। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) মাটি ধরিয়ে দাপট দেখাল শুভমান গিলের গুজরাট। ব্যাট হাতে সাই সুদর্শন এবং বল হাতে প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna) কুপোকাত করলেন সঞ্জু স্যামসন-রিয়ান পরাগের রাজস্থানকে। 

Advertisment

সাই সুদর্শনের (Sai Sudarshan) তুফানি ৮২ রানের ইনিংসের সাহায্যে গুজরাট টাইটান্স রাজস্থানের সামনে ২১৮ রানের লক্ষ্য রাখে। টস হারার পর প্রথমে ব্যাট করতে নামা শুভমান গিলের দল ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৭ রান করে। রাজস্থানের জন্য তুষার দেশপাণ্ডে এবং মাহেশ তিকসানা দু'টি করে উইকেট নিয়েছেন। এছাড়া জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা একটি করে উইকেট নিয়েছেন।

সাই সুদর্শনের দুর্দান্ত ফর্ম

২৩ বছর বয়সী ব্যাটসম্যান সাই সুদর্শন গত পাঁচটি ইনিংসে চতুর্থবার অর্ধশতক করেছেন। এই ম্যাচে শুরুতেই অধিনায়ক শুভমান গিল মাত্র ২ রান করে আউট হন। এরপর সুদর্শনকে সঙ্গ দেন জস বাটলার। দু'জনের মধ্যে ৪৭ বলে ৮০ রানের পার্টনারশিপ হয়। মাহেশ এলবিডব্লিউ করে বাটলারকে আউট করেন। বাটলার পাঁচটি চারের সাহায্যে ৩৬ রান করেন। এরপর সুদর্শন শাহরুখ খানের সঙ্গে ৬২ রান যোগ করেন। ১৬তম ওভারে মাহেশ শাহরুখকে স্যামসনের হাতে ক্যাচ আউট করান। শাহরুখও ৩৬ রান করে আউট হন।

Advertisment

আরও পড়ুন বাবা-মা কড়া শিক্ষক, ছেলেকে ক্রিকেট খেলতে দিয়েছিলেন এক শর্তে! কে এই প্রিয়াংশ আর্য?

গুজরাটের জন্য শেরফেন রাদারফোর্ড ৭ রান এবং রাশিদ খান ১২ রান করেন। অন্যদিকে, রাহুল তেওটিয়া (২৪) এবং আর্শাদ খান (০) অপরাজিত থাকেন। 

আগুন বোলিং প্রসিধ-রাশিদদের

বড় রান করলেও গুজরাটের চিন্তা ছিল রাজস্থানের দুই ব্যাটার সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগকে নিয়ে। এদিন ওপেন করতে নেমে ফের ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সোয়াল। মাত্র ৬ রান করে আউট হন আর্শাদ খানের বলে। ব্যর্থ হন নীতীশ রানাও। মাত্র ১ রান করেন তিনি। সঞ্জু (৪১) এবং রিয়ান পরাগ ইনিংস টানছিলেন। কিন্তু বিতর্কিত রিভিউয়ে আউট হয়ে পরাগ (২৬) প্যাভিলিয়নে ফিরতেই তাল কাটে রাজস্থানের। এর পর একে একে ধ্রুব জুরেল, সঞ্জু এবং শুভম দুবের উইকেট হারিয়ে বিপাকে পড়ে রয়্যালসরা। 

আরও পড়ুন এই ফর্মুলায় আজ Dream11 টিম বানালেই টাকার সুনামি, কোটিপতি হওয়ার সুযোগ মিস করবেন না

সেই জায়গা থেকে দলকে টানেন শিমরন হেটমেয়ার। দারুণ ইনিংস খেলে হাফ সেঞ্চুরি (৫২) করেন তিনি। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনিও প্রসিধ কৃষ্ণের শিকার হন। গুজরাটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল প্রসিধ কৃষ্ণ। চার ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুই স্পিনার সাই কিশোর এবং রাশিদ খান ২টি করে উইকেট নেন। ৪ বল বাকি থাকতে ১৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। এই ম্যাচ জিতে টেবিল টপার হয়ে গেল গুজরাট। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতে শীর্ষে শুভমান গিলের টিম।

Rajasthan Royals Gujarat Titans IPL 2025