Advertisment

BCCI প্রেসিডেন্ট থাকা হল না! জয় শাহকে ট্যাগ করে আক্ষেপে একাকার সৌরভ

জয় শাহকে ট্যাগ বকরে সরাসরি মনের কথা লিখলেন মহারাজ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সবকিছু ঠিক থাকলে তিনিই হয়ত বিশ্বকাপ যজ্ঞের পুরোহিত হতেন। তিনিই সর্বেসর্বা হতেন। তবে বোর্ড প্রেসিডেন্ট পদে আপাতত অতীত হয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতির পদ ছেড়ে দেওয়ার পর দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট ডিরেক্টরের ভূমিকায় দেখা গিয়েছে বাংলার মহারাজকে।

Advertisment

তবে এবার আক্ষেপে ভাসলেন তিনি। মঙ্গলবার আইসিসির তরফে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ সূচি ঘোষণার পরেই সৌরভের গলায় সেই হতাশা। ৫ অক্টোবর থেকে মেগা টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা হওয়ার পরই সৌরভের আক্ষেপ মাখা টুইট, "ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছি। কোভিডের কারণে প্রেসিডেন্ট হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ (টি২০) আয়োজন করতে পারিনি। কী দুর্ধর্ষ একটা ইভেন্ট হতে চলেছে। দুর্ধর্ষ সমস্ত ভেন্যু, দারুণভাবে ভেন্যু বরাদ্দ করা হয়েছে। এত ভেন্যু অন্য কোনও দেশের গর্ব করার জন্য নেই। বিসিসিআই এটা স্মরণীয় করে রাখবে বিশ্বের কাছে। বিসিসিআইয়ের সকলকে- জয় শাহ, রজার বিনিকে শুভেচ্ছা।"

ক্রিকেটার হিসেবে সৌরভ কোনওদিন দেশের মাঠে বৈশ্বিক কোনও ইভেন্টে নামতে পারেননি। এমনকি প্রশাসক হিসাবেও আইসিসি ইভেন্ট আয়োজন করার সৌভাগ্য হয়নি মহারাজের। ২০২১-এ কোভিডের কারণে টি২০ ওয়ার্ল্ড কাপ সরিয়ে নিয়ে যেতে হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০১৬-য় ভারতে টি২০ ওয়ার্ল্ড কাপের সময় তিনি প্রশাসক ছিলেন না।

আরও পড়ুন: মোদি স্টেডিয়ামেই IPL, বিশ্বকাপের উদ্বোধন-ফাইনাল! ষড়যন্ত্রের অভিযোগে জয় শাহকে বোমা TMC নেতার

ঘটনাচক্রে, এবারই ভারত প্ৰথমবার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে এককভাবে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-য় ভারত একদিনের বিশ্বকাপের আয়োজন করলেও পাকিস্তান, বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার সঙ্গে সংযুক্ত ভাবে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে। এবারই প্ৰথম ভারত গোটা টুর্নামেন্ট দেশের মাটিতে এককভাবে আয়োজন করবে। সৌরভের আক্ষেপ তাই অনেকটাই বেশি।

BCCI Sourav Ganguly ICC Cricket World Cup ICC
Advertisment