/indian-express-bangla/media/media_files/2025/05/20/pcyijBJO87LgiiUNuhgc.png)
শুভমান গিল এবং জসপ্রীত বুমরাহ
Indian Cricket Team: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর গ্রহণ করার পর, তাঁর সিংহাসনে কাকে বসানো হবে তা নিয়ে ইতিমধ্য়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতীয় টেস্ট ক্রিকেট দলের আগামী অধিনায়ক কাকে করা হবে? আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষেই সেই নামটা ঘোষণা করা হবে।
ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার আলোচনায় উঠে এসেছেন। তবে সবথেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছে ২ নাম। শুভমান গিল (Shubman Gill) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন যে জসপ্রীত বুমরাহকে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। ঠিক যে কারণে টি-২০ ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি হার্দিক পান্ডিয়াকে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
কেন জসপ্রীত বুমরাহকে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হবে না?
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের ঠিক পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। টিম ইন্ডিয়ায় হার্দিক থাকতেও ২০ ওভারের ক্রিকেটে দায়িত্ব তুলে দেওয়া হয় সূর্যকুমার যাদবের হাতে। কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নির্বাচকরা? সেই কারণটাও সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন অজিত আগরকর। তিনি বলেছিলেন, 'আমরা এমন একজন ক্রিকেটারকে দলের অধিনায়ক হিসেবে চাই, যাকে প্রত্যেকটা ম্য়াচেই দলের প্রথম একাদশে পাওয়া যাবে।' তিনি যে হার্দিকের ফিটনেস সমস্যাকেই ইঙ্গিত করেছিলেন, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
Virat Kohli RCB Captain: ফের অধিনায়ক হচ্ছেন 'কিং' কোহলি! টেস্ট থেকে অবসর নিতেই স্বপ্নপূরণ?
আর এই একই কারণে সঞ্জয় বাঙ্গার মনে করেন যে জসপ্রীত বুমরাহের হাতেও পাকাপাকিভাবে টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে না। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণে তিনি বেশ কয়েকবার চোটের কবলে পড়েছেন। সূত্রের খবর, বুমরাহকে নাকি সহ-অধিনায়ক করারও কোনও চিন্তাভাবনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ, টানা ৫ টেস্ট ম্য়াচে তিনি খেলতে পারবেন কি না, সেই ব্য়াপারে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
Vaughan praises Kohli: 'বিরাট ছাড়া টেস্ট ক্রিকেট নিরস!', কোহলির দুঃখে ভেঙে পড়েছেন ইংল্যান্ড তারকা
সঞ্জয় বাঙ্গার বললেন, 'এই একই কারণে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে না করে সূর্যকুমার যাদবকে করা হয়েছে। কারণটা অবশ্যই হার্দিকের ফিটনেস সমস্যা। প্রত্যেকটা ম্য়াচে তিনি খেলতে পারবেন কি না, সেই ব্য়াপারে কোনও নিশ্চয়তা নেই। সেকারণেই এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করা হয়েছে, যিনি প্রত্যেকটা ম্য়াচে অন্তত খেলতে পারবেন। আর এই চিন্তাভাবনা থেকেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে। এবার এই সমীকরণটা যদি টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও আমরা প্রয়োগ করি, তাহলে আশা করা যায় জসপ্রীতকে এই গুরুদায়িত্ব দেওয়া হবে না।'
সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে বুমরাহ ২ টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার অনুপস্থিতিতে স্ট্যান্ড ইন অধিনায়ক ছিলেন। অনেকেই ভেবেছিলেন যে ইংল্য়ান্ড টেস্ট সিরিজে হয়ত হিটম্য়ানকে দেখতে পাওয়া যাবে। কিন্তু, সবাইকে কার্যত চমকে দিয়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।