ইস্টবেঙ্গলে এবার একটুকরো গোয়া। একের পর এক গোয়ার ফুটবলারদের ঠিকানা এবার ইস্টবেঙ্গল। সোমবার অমরজিৎ সিংয়ের নাম ঘোষণা করে দিয়েছিল লাল হলুদ। ট্রান্সফার উইন্ডো-র শেষদিনে ইস্টবেঙ্গল ঘোষণা করল মোহনবাগানের জার্সিতে কলকাতায় আগে খেলে যাওয়া আদিল খানকে।
Advertisment
আদিল খান ছাড়াও এবার ইস্টবেঙ্গল স্কোয়াডে নাম লেখাতে চলেছেন সেরিনিও ফার্নান্দেজ, জয়নার লোরেন্সর, রোমিও ফার্নান্দেজ, ড্যানিয়েল গোমেসের মত উঠতি তারকাদের। কেউ যোগ দিচ্ছেন লোনে, কেউ আবার ফ্রি প্লেয়ার হিসাবে।
হায়দরাবাদ এফসি থেকে এবার লোনে যোগ দিলেন লাল হলুদে। শেষবার যখন মোহনবাগানে খেলতে কলকাতায় এসেছিলেন তখন সবুজ মেরুন ম্যানেজার ছিলেন করিম বেঞ্চারিফা। তারপরে অনেক জল গড়িয়ে গিয়েছে। সবুজ মেরুন জার্সিতে খেলেছিলেন মাত্র ৭ ম্যাচ। তারপর আইএসএল খেলতে আদিল পাড়ি দেন দিল্লি ডায়নামোজে।