ইস্টবেঙ্গলে এবার একটুকরো গোয়া। একের পর এক গোয়ার ফুটবলারদের ঠিকানা এবার ইস্টবেঙ্গল। সোমবার অমরজিৎ সিংয়ের নাম ঘোষণা করে দিয়েছিল লাল হলুদ। ট্রান্সফার উইন্ডো-র শেষদিনে ইস্টবেঙ্গল ঘোষণা করল মোহনবাগানের জার্সিতে কলকাতায় আগে খেলে যাওয়া আদিল খানকে।
আদিল খান ছাড়াও এবার ইস্টবেঙ্গল স্কোয়াডে নাম লেখাতে চলেছেন সেরিনিও ফার্নান্দেজ, জয়নার লোরেন্সর, রোমিও ফার্নান্দেজ, ড্যানিয়েল গোমেসের মত উঠতি তারকাদের। কেউ যোগ দিচ্ছেন লোনে, কেউ আবার ফ্রি প্লেয়ার হিসাবে।
আরও পড়ুন: কলকাতা লিগে অংশগ্রহণ নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইস্টবেঙ্গল! মানবে কি আইএফএ
তবে আদিল খানের অন্তর্ভুক্তি লাল হলুদকে নিঃসন্দেহে স্বস্তি দেবে। সেসার একাডেমি থেকে বেড়ে ওঠা আদিল দেশের সমস্ত বড় ক্লাবেই খেলেছেন। স্পোর্টিং ডায়নামোজ, লোনস্টার কাশ্মীর, ডেম্পো, চার্চিল ব্রাদার্স, পুণে সিটি, হায়দরাবাদ এফসি, এফসি গোয়া- আইলিগ এবং আইএসএলে খেলে গোটা ভারত ভ্রমণই সেরে ফেলেছেন প্রায়।
হায়দরাবাদ এফসি থেকে এবার লোনে যোগ দিলেন লাল হলুদে। শেষবার যখন মোহনবাগানে খেলতে কলকাতায় এসেছিলেন তখন সবুজ মেরুন ম্যানেজার ছিলেন করিম বেঞ্চারিফা। তারপরে অনেক জল গড়িয়ে গিয়েছে। সবুজ মেরুন জার্সিতে খেলেছিলেন মাত্র ৭ ম্যাচ। তারপর আইএসএল খেলতে আদিল পাড়ি দেন দিল্লি ডায়নামোজে।
আরও পড়ুন: ফাউলারই কোচ, আইএসএলের দল গড়তে ঘুম উড়বে লাল হলুদের
দীর্ঘ ৭ বছর পরে আবার কলকাতায়। পড়শি ক্লাবের হয়ে। জাতীয় দলের হয়ে খেলা তারকা কী ফাউলারের রক্ষণে সেরা ভরসা হয়ে উঠতে পারবেন, সেদিকেই তাকিয়ে ফুটবল মহল।
ইস্টবেঙ্গল চূড়ান্ত যাঁরা:
অমরজিৎ সিং (এফসি গোয়া থেকে লোনে), রোমিও ফার্নান্দেজ (এফসি গোয়ায় খেলে বর্তমানে ফ্রি), আদিল খান (হায়দরাবাদ এফসি থেকে লোনে), শুভ ঘোষ (কেরালা ব্লাস্টার্স থেকে লোনে), সারিনিও ফার্নান্দেজ (নতুন চুক্তি), হীরা মন্ডল (নতুন চুক্তি), জয়নের লোরেঙ্ক (জামশেদপুর এফসি থেকে লোনে), জ্যাকিচাঁদ সিং (মুম্বই সিটি এফসি থেকে লোনে), ড্যানিয়েল গোমস (নতুন চুক্তি), সংপু সিংসিট (নতুন চুক্তি), ধনপাল গণেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন