/indian-express-bangla/media/media_files/2025/03/28/lqHvIkULFLhMaPWyNKdm.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে কবে খেলতে পারবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত নয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির। পিঠে চোটের কারণে ভারতীয় ক্রিকেট দলের এই তারকা পেসার প্রায় চার মাস ২২ গজের বাইরে রয়েছেন।
সূত্রের খবর, এই মাসের শুরুর দিকে শোনা যাচ্ছিল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ২ সপ্তাহ পর জসপ্রীত বুমরাহ নাকি কামব্যাক করতে পারেন। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছিল, আগামী ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবেন জসপ্রীত বুমরাহ।
এখনও অনিশ্চিত জসপ্রীত বুমরাহের কামব্যাক
কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে অবশ্য বুম-বুমকে নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না। কবে জসপ্রীত ফিরতে পারবেন, এখনও সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। চোট পাওয়ার পর থেকেই টিম ইন্ডিয়ার এই বিধ্বংসী পেসার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কড়া নজরে রয়েছেন। বোর্ডের চিকিৎসকরা জসপ্রীতের ফিটনেস পর্যবেক্ষণে রাখছেন। আবার বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছেন বুমরাহ। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স আপাতত বুমরাহর প্রত্যাবর্তনের ব্যাপারে যথেষ্টই অন্ধকারে রয়েছে। অন্তত মুম্বই কোচের কথা শুনে সেটাই স্পষ্ট হয়ে গেল।
অহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বললেন, 'প্রতিদিন ও নিজের অনুশীলন করছে। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। কিন্তু, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি যে ও কবে মুম্বই ইন্ডিয়ান্স দলে কামব্যাক করতে পারবে।'