ধোনিও পারেননি। ঋষভ তো দূর কী বাত! সেই কীর্তিই এবার গড়ে ফেললেন ঋষভ পন্থ। এশিয়ার বাইরে প্রথম ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শতরানের কীর্তি গড়ে ফেললেন কেএল রাহুল। গত ২১ বছরের মধ্যে লোকেশ রাহুলই প্রথম। এর আগে এমন কীর্তি ছিল যাঁর ছিল, তিনিও কর্ণাটকী। ঘটনাতচক্রে, তিনিও রাহুল, রাহুল দ্রাবিড়!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে ১৫৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। ধোনি জাতীয় দলের জার্সিতে ৩৫০টি ওয়ানডে ম্যাচ খেললেও এশিয়ার বাইরে কোনও শতরান করতে পারেননি।
লোকেশ রাহুলের ব্যাটে ভর করেই ভারত সম্মানরক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের সামনে ২৯৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে। দলের বিপদের মুখে নেমে প্রথমে শ্রেয়স আইয়ার ও তারপরে মণীশ পাণ্ডের সঙ্গে পরপর সেঞ্চুরি পার্টনারশিপ উপহার দিয়েছেন দলকে।
১১২ রানের ইনিংস খেলে কেরিয়ারের চতুর্থ ওয়ানডে শতরান এদিনই করেছেন তিনি। পাশাপাশি দেশের জার্সিতে দ্রুততম ৪টে একদিনের শতরান হাকানোর বিচারে তিনি দ্বিতীয়। ৩১ ইনিংসেই তিনটে চারবার তিন অঙ্কের রান করেছেন। এর আগে শিখর ধাওয়ান ২৪ ইনিংসে এই কৃতিত্ব গড়েছিলেন। এখানেই রাহুলের কীর্তি শেষ নয়। ২০১৭ সালে এমএস ধোনি শেষবার ব্যাটিং অর্ডারে পাঁচ বা তার নিচে খেলতে নেমে শতরান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে ১৩৪ করেছিলেন তিনি। তারপরে ফের একবার ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করলেন লোকেশ।
ঋষভ পন্থ কনকাশনে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে ছিটকে যাওয়ার পরে লোকেশ রাহুলই জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যানের ভূমিকা পালন করছেন। টি২০ হোক বা ওয়ান ডে লোকেশ রাহুল উইকেটকিপার ভূমিকা পালন করে দেওয়ায় বাড়তি এক ব্যাটসম্য়ানকে খেলানোর সুযোগ পাচ্ছে ভারত।