/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Anurag-Thakur.jpg)
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (ডানদিকে)।
দিল্লি পুলিশের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ না-করতে আন্দোলনকারী কুস্তিগিরদের কাছে আহ্বান জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ তদন্ত করছে। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ, জাতীয় শিবিরে তিনি ভারতীয় কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন। তাঁদের সঙ্গে অসদাচরণ করেছেন। সেই সব অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত চলছে ব্রিজভূষণের বিরুদ্ধে। কুস্তিগিররা বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই আন্দোলন করছেন। মঙ্গলবার তাঁরা প্রতিবাদ জানাতে নিজেদের আন্তর্জাতিক পদক হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পরে সিদ্ধান্ত থেকে সরে এসে আন্দোলনকারী কুস্তিগিররা কেন্দ্রীয় সরকারকে চরম সময়সীমা বেঁধে দেন। জানিয়ে দেন, ওই সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না-হলে তাঁরা নিজেদের আন্তর্জাতিক পদক গঙ্গায় ফেলে দেবেন। এই পরিস্থিতিতে বুধবার আন্দোলনকারী কুস্তিগিরদের কাছে পদক্ষেপ না-করার আহ্বান জানিয়েও তাঁদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কুস্তিগিরদের সমালোচনা করে তিনি বলেন, 'কুস্তিগিররা জানুয়ারিতে নিজেরাই বলেছিলেন যে তাঁদের প্রতিবাদের মঞ্চ রাজনীতির জন্য নয়। আমরা চাই না যে কোনও রাজনৈতিক দল এই মঞ্চকে ব্যবহার করুক। কিন্তু, তারপরও বিভিন্ন রাজনৈতিক দল এবং ট্রেড ইউনিয়নগুলো কুস্তিগিরদের বিক্ষোভে যোগ দিয়েছে।'
আরও পড়ুন- অশান্ত মণিপুরে বেড়েছে মৃত্যুসংখ্যা, মুখে কুলুপ প্রশাসনের
সাংবাদিকদের সামনে বলতে গিয়ে আন্দোলনকারী কুস্তিগিরদের কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনুরাগ ঠাকুর। একইসঙ্গে কুস্তিগিরদের আন্দোলন সম্পর্কে এতদিন ধরে উচ্চবাচ্য না-করা মোদী সরকারের গুণগান গেয়েছেন। অনুরাগ বলেছেন, 'আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। শুধু বলব, আমার প্রিয় ক্রীড়াবিদরা দিল্লি পুলিশের তদন্তের জন্য অপেক্ষা করুন। দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনার মাধ্যমে এফআইআর নথিবদ্ধ করেছে। কিন্তু, তদন্ত তখনই সঠিক হবে, যদি আপনারা ক্রীড়াবিদ বা ক্রীড়াক্ষেত্রের ক্ষতিসাধনকারী কোনও পদক্ষেপ না-করেন। আমরা সবাই খেলা ও ক্রীড়াবিদদের পক্ষে। আমরা সবাই চাই, তাদের উন্নতি হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এদেশে খেলাধূলা এগিয়েছে।'