New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/01/GV5LLI282AMSkxiMWeM7.jpg)
Thangboi Singto: থাংবই সিংটো। (ছবি- থাংবই)
East Bengal appoints Thangboi Shong ahead of the Super Cup, setting sights on the next season. The club has already begun strategizing to strengthen the squad. সুপার কাপের আগে ইস্টবেঙ্গল দলে যোগ দিচ্ছেন থাংবই। আগামী মরশুমের জন্য দলকে শক্তিশালী করতে পরিকল্পনা শুরু করেছে লাল-হলুদ শিবির।
Thangboi Singto: থাংবই সিংটো। (ছবি- থাংবই)
Thangboi Shong Joins East Bengal Before Super Cup, Next Season’s Planning Begins! এখনও সুপার কাপ বাকি। কিন্তু, তার আগেই পরের মরশুমের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের এই মরশুম ভালো কাটেনি। সমর্থকরা কর্তাদের নিয়ে ক্ষুব্ধ। মধ্যে শোনা গিয়েছিল বিনিয়োগকারীও সরছে। কিন্তু, সেসব নিয়ে টালমাটাল সামলিয়ে ইস্টবেঙ্গল কর্তারা এখন থেকেই পরের মরশুমের জন্য ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাচ্ছেন। আর, সেই জন্যই আনা হচ্ছে থাংবই সিংটোকে।
বিনিয়োগকারীদের তরফে ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল জানিয়ে দিয়েছেন, তাঁর সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া খুলছে না। শুধু তাই নয়, আগামী মরশুমে সিনিয়র দল এমনকী, জুনিয়র ডেভলপমেন্ট নিয়েও পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এই পরিস্থিতিতে সিটিও অমিয় ঘোষালকে আপাতত সরানো হচ্ছে না বলেই জানা গিয়েছে। কোচ হিসেবে অস্কার ব্রুজোঁও থাকছেন। তবে, তাঁর সঙ্গেই যুক্ত হচ্ছেন হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবই সিংটো।
প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন পদে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন? এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সিংটোকে 'হেড অফ ফুটবল' পদে নিয়োগ করা হচ্ছে। যার দায়িত্ব হিসেবে পুরো ইস্টবেঙ্গল দলটাকেই থাংবইয়ের দেখার কথা। তবে, অতখানি দায়িত্ব নাকি এখনই তাঁর ঘাড়ে চাপাতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। তাঁকে টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকাতেও তাঁরা রাখতে নারাজ। ইস্টবেঙ্গল সূত্রে জানা গিয়েছে, সিংটো আপাতত জুনিয়র দলের দেখভাল করবেন। সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজোঁকে দল নিয়েও তিনি মতামত দেবেন। তবে, কোনওভাবেই মাঠে অথবা অনুশীলনে ইস্টবেঙ্গল সিনিয়র দলের কোচ অস্কারের সহকারি হিসেবে তাঁকে দেখা যাবে না।
আরও পড়ুন- বিসিসিআই চুক্তিতে ফিরছেন শ্রেয়স, এখনও অপেক্ষার পালা বাকি ঈশানের
বিনো জর্জই অস্কারের সহকারি থাকবেন। থাংবই যা পরামর্শ দেবেন, সেটা মাঠের বাইরে। আর, জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম নিয়ে থাংবই যা কথা বলবেন, সবই বিনো জর্জের সঙ্গে। সিটিও অমিয় ঘোষাল সিনিয়র ফুটবলার রিক্রুটের ব্যাপারে ক্লাবকে পরামর্শ দেবেন। বিনিয়োগকারী ইমামির কর্তারা ইতিমধ্যেই থাংবইয়ের সঙ্গে আগামী মরশুমে জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরুও করে দিয়েছেন বলে খবর। চলতি মরশুমে সুপার কাপের সময়ও দলের সঙ্গে থাকবেন থাংবই। তিনি দলকে অমিয় ঘোষালের পাশাপাশি সিনিয়র দলের ফুটবলার রিক্রুট নিয়েও পরামর্শ দেবেন বলেই জানা গিয়েছে।