রাস্তা দিয়ে যেতে যেতে যদি হঠাৎ চোখে পরে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে অথবা হাওয়ায় উড়ছে টাকা। কি করবেন আপনি? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে নিউ জার্সির এক হাইওয়েতে। সাত সকালে যাত্রীরা যেন জ্যাকপট পেয়েছেন। বোঝাই কার নগদ নোট নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। তখনই ঘটে দুর্ঘটনা। চারিদিকে ছড়িয়ে পরে নোট। পথচারীদের এ যেন মেঘ না চাইতেই জল।
Advertisment
ইস্ট রাদারফোর্ড পুলিশের মতে, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে পরে ডলার। পথযাত্রীরা রাতারাতী গাড়ি থেকে নেমে টাকা কোড়াতে শুরু করে। প্লাস্টিক, ব্যাগ, জোগাড় করে ডলার কোড়ানো নিয়ে হুলস্থুল কান্ড বাঁধিয়ে দেয় হাইওয়েতে। যত কটা নিতে পারবেন সবটাই থাকবে তার জিম্মায়। ঘটনাকে ঘিরে যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এই ভিডিওই ভাইরাল বর্তমানে সোশাল নেটওয়ার্কিং সাইটে।
No joke.... it’s SNOWING money! Accident involving a Brink truck on Route 3 in East Rutherford sends cash flying. ???? ❄️ @ABC7NYpic.twitter.com/zASqW6idG1
ইস্ট রাদারফোর্ডের পুলিশ উইলিয়াম লোরেন এন জে ডট কমকে জানান "আমরা জানি না কত হারিয়ে গেছে,"। পুলিশ সম্প্রতি সঠিক তদন্তের জন্য ভিডিও গুলি খতিয়ে দেখছেন। প্রত্যক্ষদর্শীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।