/indian-express-bangla/media/media_files/2025/05/11/vWyPk4Hx9I86zjdO71o5.jpeg)
সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনা
Latest West Bengal News Update: নিয়ন্ত্রণ রেখা বরাবর (LoC) বিগত কয়েকদিনের সেনা অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ৩৫-৪০ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, “ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ আশ্চর্য জনক কৃতিত্ব অর্জন করেছে।” তিনি আরও জানান, ভারত পূর্বপরিকল্পিতভাবে নয়টি সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালায়, যেখানে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবিরোধী এই অভিযানে যাদের নিকেশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী মুদাসির আহমেদ, ১৯৯৯ সালের IC-814 বিমান ছিনতাইকারী ইউসুফ আজহার এবং কুখ্যাত জঙ্গি আব্দুল মালিক রউফ। এই 'সিন্দুর অভিযান'-এর সময় বায়ুসেনা কর্তৃক ধ্বংস করা জঙ্গি ঘাঁটিগুলোর আগে এবং পরে ছবি প্রদর্শন করেছেন এয়ার মার্শাল একে ভারতী। এই পদক্ষেপ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত সাফল্য এবং সন্ত্রাসবিরোধী অঙ্গীকারের একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
ভারত - পাকিস্তান চরম উত্তেজনা পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলায়। শনিবার রাতেই কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান সীমান্তে সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালায় পাক সেনা। আকাশে একের পর এক পাক ড্রোনকে ধ্বংস করে সেনাবাহিনী। এরই মাঝে রবিবার মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম নিমতিতায় উদ্ধার হল একটি সন্দেহজনক ড্রোন। যাকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, নিমতিতা বিএসএফ ৭১ নম্বর ব্যাটালিয়ন বড়জদিহি এলাকা থেকে এই ড্রোনটি উদ্ধার করে। কে বা কারা এই ড্রোন পাঠালো, এবং এর লক্ষ্য কী ছিল—তা খতিয়ে দেখছে BSF এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
যারা সিঁদুর মুছেছিল, ‘Operation Sindoor’-এ তাদের যোগ্য জবাব। কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর। রাজনাথ সিং বলেন, ভারতীয় সেনা সংযমের পরিচয় দিয়েছে। ভারতকে আঘাত করলে সীমান্তের ওপারও সুরক্ষিত থাকবে না। ভারতী সেনা শৌর্য, পরাক্রম, সাহসিকতার পরিচয় দিয়েছে। গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে উল্লেখ প্রতিরক্ষামন্ত্রীর।
ভারতীয় বিমান বাহিনী এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছে যে 'অপারেশন সিন্দুর' এখনও চলছে এবং সঠিক সময়ে এই অভিযানের বিস্তারিত তথ্য জনসমক্ষে আনা হবে। তারা নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে যেন 'অবিশ্বস্ত' উৎস থেকে পাওয়া খবর না ছড়ানো হয় এবং পাশাপাশি সাধারণ মানুষকে যে কোন ধরণের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এই অভিযান শুরু হয়েছিল ২০২৫ সালের ৬-৭ মে রাতে, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (POK)-এ অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিগুলিকে ধ্বংস করা। এই পদক্ষেপ নেওয়া হয় ২২ এপ্রিলের পাহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, যেখানে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান।
অপারেশনের পরিধি ও হামলার বিশদ
ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৫ মিনিটে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে — লক্ষ্যবস্তু ছিল লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন-এর ঘাঁটি । মোট ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু ও কাশ্মীরে একাধিক স্থানে পাক ড্রোন দেখা যায়। খোদ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই আবহে রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে একটি বৈঠক করেছেন। নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পরিস্থিতি এখন স্থিতিশীল বলে জানা গেলেও, বৈঠকে শনিবার রাত পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলী পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্ত প্রতিরক্ষা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ বিরতির ঘোষণার পর পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে বলেও আশা করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরের একদিন পর,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে তিনি যুদ্ধবিরতির জন্য উভয় দেশের প্রশংসা করেন এবং বলেন, “দেখা যাক, হাজার বছর পরও কি কাশ্মীর ইস্যুতে কোনও সমাধানে পৌঁছানো যায়।” ট্রাম্প আরও জানান, তিনি ভারত ও পাকিস্তান দু'দেশের সঙ্গেই আমেরিকা বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী, বাণিজ্য ও কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক স্তরে আলোচনার পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
'সংঘর্ষ বিরতির স্পষ্ট লঙ্ঘন', পাকিস্তানকে 'সবক' শেখাতে তৈরি ভারত, জানাল বিদেশ মন্ত্রক
গতকাল বিকেলে সংঘর্ষ বিরোধী চুক্তি বাস্তবায়নের মাত্র ৩ ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। সেনাবাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের। বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছেন যে গত কয়েকদিন ধরে চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য আজ সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা গত কয়েক ঘন্টা ধরে পাকিস্তান কর্তৃক চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এই সীমান্ত অনুপ্রবেশের কড়া জবাব দিচ্ছে। তিনি আরও জানান, সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সুনির্দিষ্ট এবং কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে হাসিনাকে কোনঠাসা করতে বিরাট ষড়যন্ত্র, ইউনূসের 'মোক্ষম চালে' অস্তিত্ব সংকটে আওয়ামী লিগ
ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির সাথে সাথেই NSA অজিত ডোভাল জোর দিয়ে বলেছেন যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় 'সন্ত্রাসবিরোধী পদক্ষেপ' নেওয়া জরুরি। তবে,ভারত কোনভাবেই যুদ্ধকে বিকল্প হিসাবে মনে করে না। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে ফোনালাপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জোর দিয়ে বলেছেন যে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও বলেন যে যুদ্ধ ভারতের জন্য কোনও বিকল্প নয়। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই পহেলগাম জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে চিন সব ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। তিনি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার, উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। একই সাথে, তিনি ভারতের অবস্থানের প্রশংসা করেন।
'ওদের ক্ষমতাটা আমরা জানি, কিন্তু অভ্যাস বদলায় না', সংঘর্ষ বিরতি লঙ্ঘনে পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়লেন দিলীপ
-
May 11, 2025 15:27 IST
Kolkata News Live Update: বারুইপুরে মেগা জব ফেয়ার, কেন্দ্রীয় সরকার অনুমোদিত সংস্থায় চাকরির সুযোগ পেল প্রায় সাড়ে তিনশো যুবক যুবতী
রাজ্যে সরকারি চাকরির অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। কল, কারখানায় কাজের সুযোগ পাচ্ছেন না শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এমনকি সম্প্রতি ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে সংশয় দেখা দেওয়ায় যুব সমাজ আতঙ্কিত। এই পরিস্থিতিতে শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুযোগ নিয়ে এল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের গার্গী মেমোরিয়াল ইন্সটিটিউট অফ টেকনোলজি। কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের উদ্যোগে শুক্র ও শনিবার এই চাকরির মেলা অনুষ্ঠিত হয় বারুইপুরের বলরামপুরে। দু দিনের এই জব মেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ৩৩৩ জন চাকরি প্রার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকেও মোট ১৬ টি কোম্পানি এই চাকরি মেলায় অংশ নেয়।
ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি মেলায় একদিকে যেমন খুশি ছাত্র ছাত্রী ও বেকার যুবক যুবতীরা, তেমনি এই কোম্পানি যারা নিজেদের সংস্থার জন্য যোগ্য কর্মী খুঁজতে এই চাকরি মেলায় অংশ নিয়েছিলেন তাঁরাও যথেষ্ট খুশি। কেন্দ্রীয় শিক্ষা দফতরের বোর্ড অফ প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ের ডাইরেক্টর এস এম ইজাজ আহমেদের উপস্থিতিতে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “ কেন্দ্রীয় সরকার বরাবর এই ধরনের চাকরি মেলার মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের সুযোগ দেয়। শিক্ষাগত যোগ্যতায় যারা মধ্যগতির তাঁরা অনেকেই সরকারি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন। তাঁদেরকেই এই চাকরি মেলায় চাকরির সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য আমাদের।”
বারুইপুরের গার্গী মেমেরিয়াল ইন্সটিটিউট অফ টেকনোলজিক্যাল উদ্যোগে এই ধরনের সুযোগ পেয়ে খুশি যুবক যুবতীরা। এই সংস্থার ভাইস চেয়ারম্যান বোধিস্বত্ব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা খুশি যে ভারত সরকার এগিয়ে এসেছেন এই বেকার, সদ্য পাশ করা যুবক যুবতীদের চাকরি দেওয়ার জন্য। সরাসরি ইন্টারভিউ নিয়েই চাকরি পেয়েছেন প্রায় সাড়ে তিনশো জন। আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা এই চাকরি মেলার আয়োজন করা হবে।”
-
May 11, 2025 15:22 IST
Kolkata News Live Update:তিনটি কো অপারেটিভ ব্যাঙ্কের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৄণমুল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তিনটি কো অপারেটিভ ব্যাঙ্কের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৄণমুল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ এতদিন এই ব্যঙ্ক দুটির পরিচালন কমিটি বামেদের হাতে ছিল ৷ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই সমবায় ব্যাঙ্কগুলির পারিচালন কিমিটি নিজেদের দখলে নিয়ে আসতে পারায় আরও সুবিধাজনক জায়গায় দল পৌঁছাল বলে মনে করছেন স্থানীয় নেতৄত্ব ৷
বোড়াল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটি আগেই নিজেদের দখলে নিয়েছে তৄণমুল ৷ এবার গড়িয়ার সংহতি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজ নির্বাচনের দিন ছিল ৷ মোট ৭৯টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিরোধীরা বা এতদিন যাদের হাতে এই সমবায় ছিল তারা কেউ মনোনয়ন জমা না দেওয়ায় কোনো পদেই নির্বাচন হয়নি ৷ আগামী ৪০ দিনের মধ্যে এই সমবায়ের পরিচালন কমিটি তৈরি করা হবে ৷ মোট ১৫জনকে নিয়ে তৈরি করা হবে বোর্ড ৷ যারমধ্যে দুজন মহিলা সদস্যও থাকবেন ৷ জয়ী সদস্যদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা ৷ এছাড়াও পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডলও ৷ উপস্থিত ছিলেন জেলা সমবায় দপ্তরের আধিকারিকরাও ৷
এই সমবায় দখল করলেও পরিচালন কমিটির কাছে এখন বড় চ্যালেঞ্জ প্রায় ১ কোটি টাকা ৷ এই ঋন সমস্তটাই আদায় করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল ৷ তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পুর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরীব মানুষের সেবা করবে ৷ -
May 11, 2025 13:04 IST
Kolkata News Live Update: বাংলার বিএসএফ জওয়ানের মুক্তির আশায় মমতার সঙ্গে দেখা করার ইচ্ছা স্ত্রী রজনীর
গতকাল ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। কিন্তু এখনও বাড়িতে ফেরেনি বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা ইচ্ছার কথা জানালেন বাংলার সাহসী জওয়ানের স্ত্রী রজনী সাউ। তিনি বলেন, পহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত। দু'দেশের মধ্যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বামীকে ফিরিয়ে আনার অনুরোধ জানাতে চান রজনী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অনুরোধ করলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। স্বামীকে ফেরাতে বিএসএফের হেড কোয়ার্টারেও গিয়েছিলেন পুর্ণমের স্ত্রী। কথা হয়েছে বিএসএফের ডিজির সঙ্গেও। কিন্তু স্বামীর মুক্তি কবে সেবিষয়ে মেলেনি চূড়ান্ত কোন আপডেট। এবার মাননীয়ার হস্তক্ষেপে স্বামীর মুক্তির আশায় দিন গুনছেন পূর্ণমের স্ত্রী।
-
May 11, 2025 11:10 IST
Kolkata News Live Update: সিবিএসই দশম-দ্বাদশের ফলাফল কবে?
সরকারি সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে সিবিএসই পরীক্ষার ফলাফল। গত বছর, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর উভয় পরীক্ষার ফলাফল ১৩ মে ঘোষণা করা হয়েছিল। গত বছর মোট ২২.৩৯ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৯৩.৬% (২০.৯৫ লক্ষ পরীক্ষার্থী) উত্তীর্ণ হয়েছে, এবং পাসের হার ২০২৩ সালের তুলনায় ০.৪৮% সামান্য বৃদ্ধি বাড়ে।
-
May 11, 2025 11:09 IST
Kolkata News Live Update: পাকিস্তানের পাঁজর ভেঙে দিল ভারত
সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ধ্বংস করার সময় মৃত পাঁচ জঙ্গির (Terrorist) মধ্যে জৈশ-ই-মহম্মদ (জেইএম) প্রধান মাসুদ আজহারের শ্যালক হাফিজ মহম্মদ জামিল এবং মহম্মদ ইউসুফ আজহার ছিল।
-
May 11, 2025 11:08 IST
Kolkata News Live Update: বাংলায় এবার বেজে উঠল সাইরেন!
ভারত-পাকিস্তান সংঘাত আবহের মধ্যে মালদা শহরে বেজে উঠল ঘনঘন সাইরেন। শনিবার দুপুরে মালদা আদালত চত্বর এবং শহরের রাজমহল রোড সংলগ্ন মুসলিম ইনস্টিটিউট এলাকায় প্রস্তুতিমূলক সাইরেন বাজিয়ে কার্যত মহড়া চালাল প্রশাসন। শহরের প্রবীণদের একাংশের বক্তব্য, একাত্তরের যুদ্ধের সময় ঘন ঘন বেজে উঠেছিল মালদার এই দুটি জায়গার সাইরেন। এরপর কেটে গিয়েছে কয়েক দশক। ফের ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই এই সাইরেন বাজার শব্দ নতুন করে শোনা গেল
-
May 11, 2025 11:08 IST
Kolkata News Live Update: মেট্রোয় যাতায়াত করলে এই খবর এখনই পড়ুন
মেট্রোযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী সোমবার অর্থাৎ, ১২ মে ২০২৫ তারিখে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিনে কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে অন্যান্য দিনের চেয়ে কম সংখ্যক ট্রেন চালানো হবে। ২৬২ টি ট্রেনের বদলে ঐদিন আপ ও ডাউন সেকশনে মিলিয়ে মেট্রো রেলের ব্লু লাইনে ছুটবে ২৩৬ টি ট্রেন। আপ চালানো হবে ১১৮ টি ট্রেন এবং ডাউনলাইনেও চলবে সম সংখ্যক ট্রেন।
-
May 11, 2025 11:07 IST
Kolkata News Live Update: ইউনূসের 'মোক্ষম চালে' অস্তিত্ব সংকটে আওয়ামী লিগ
শেখ হাসিনাকে কোনঠাসা করার আরও বড় চক্রান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অবশেষে 'নিষিদ্ধ' বলে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
May 11, 2025 11:06 IST
Kolkata News Live Update: পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়লেন দিলীপ
'ওদের ক্ষমতাটা আমরা জানি, কিন্তু অভ্যাস বদলায় না', পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়লেন দিলীপ।
পড়ুন বিস্তারিত- দিলীপ ঘোষ