Advertisment

করোনা মোকাবিলায় মমতা সরকারকে বিশেষ পরামর্শ নোবেলজয়ী অভিজিতের

নবান্নে সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্য়মে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেন নোবেলজয়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
nobel laureate abhijit banerjee, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ, mamata banerjee, মমতা, বিশেষ কমিটি গঠন, global advisory board for covid respnse policy in west bengal, গ্লোবাল অ্য়াডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গলcoronavirus, করোনাভাইরাস, করোনা আপডেট, করোনা, করোনা আতঙ্ক, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মারণ ভাইরাস, করোনা, coronavirus latest update, coronavirus news, coronavirus west bengal, bengal lockdown, পশ্চিমবঙ্গে লকডাউন, কলকাতা লকডাউন, coronavirus bengal, করোনা কলকাতা, করোনাভাইরাস বাংলা, coronavirus kolkata, করোনা কলকাতা, coronavirus west bengal

মুখ্য়মন্ত্রী ও নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

বাংলায় করোনা মোকাবিলায় মমতা সরকারকে একগুচ্ছ পরামর্শ দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্য়মে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেন নোবেলজয়ী। উল্লেখ্য়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাকে 'আগামী দিনের দিশা দেখাতে 'গ্লোবাল অ্য়াডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল' নামে বিশেষ বোর্ড গড়েছে মমতা সরকার। ওই উপদেষ্টা কমিটির নেতত্বে রয়েছেন নোবেলজয়ী।

Advertisment

করোনা মোকাবিলায় কী পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ?

*এখন আতঙ্কিত হওয়া চলবে না।

* যে বাজারগুলো খোলা হচ্ছে, সেখানে যাতে সকলে মাস্ক পরেন, তা সুনিশ্চিত করতে হবে।

*বাজারে ঢোকা ও বেরোনোর সময় স্য়ানিটাইজেশন বা হাত ধোওয়ার ব্য়বস্থা করা গেলে ভাল হবে।

* স্য়ানিটাইজার না থাকলেও সাবান-জল দিয়ে হাত ধোওয়ার ব্য়বস্থা করলে ভাল।

আরও পড়ুন: বাংলায় করোনায় মৃত ৫, আক্রান্ত ৬৯: মমতা

* মাস্ক না থাকলে, কাপড় দিয়েই মাস্ক বানানো যেতে পারে।

*বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য় ইঁট রেখে দিলে ভাল হয়, একটা লক্ষ্মণরেখা থাকলে ভাল। যেমনটা আপনি (মমতা) দেখিয়েছিলেন।

* মানুষের মধ্য়ে ভয় কাটাতে হবে।

*চোখে-মুখে হাত দেওয়া যাবে না।

* কেউ হয়তো কাশছেন, হয়তো তাঁর করোনা হয়নি, তবুও আগে থেকে রিপোর্ট করা, বা পরীক্ষা করে নিয়ে নিশ্চিত হওয়াটা দরকার। রিপোর্টিং স্ট্রাকচারটা করতে পারলে আগে থেকে অনেকটা সাবধান হওয়া যাবে।

আরও পড়ুন: লকডাউন উঠবে কিনা জানেন না মমতাও

নোবেলজয়ীর পরামর্শ শোনার পর মুখ্য়মন্ত্রী বলেন, ''বাজারের সামনে হ্য়ান্ড স্য়ানিটাইজেশন যাতে করা যায় সেটা আমরা দেখছি। সকলকে বলেছি মাস্ক পরতে, মাস্ক না পেলে কাপড় দিয়েই বানান। সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় এড়িয়ে চলুন। আশা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা''।

অন্য়দিকে, মমতা নোবেলজয়ীকে বলেন, ''আপনি ভাল থাকবেন, সুস্থ থাকবেন''। একথা শুনে মুখ্য়মন্ত্রীকে অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''আপনার জন্য় চিন্তা হয়, সুস্থ থাকবেন। আপনি বেরোন, আমি তো ঘরেই বন্দি আছি''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee coronavirus
Advertisment