Advertisment

West Bengal news updates: লেনিন সরণির বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকল

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশঙ্কা, ঘিঞ্জি এলাকা হওয়ায় ১৭২, লেনিন সরণির ওই বহুতল থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire at Lenin Sarani, Kolkata

লেনিন সরণির বহুতলে আগুন।

West Bengal news today update: রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগল লেনিন সরণির একটি বহুতলে। পুলিশ ও দমকল সূত্রের খবর, সন্ধ্যা ৬টা নাগাদ হিন্দ সিনেমার কাছের ওই বহুতলের পাঁচতলায় আগুন লাগে। সেখানে একটি গেস্টহাউজ ছিল, তবে সেখানে কেউ ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও চারটি ইঞ্জিন আসে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশঙ্কা, ঘিঞ্জি এলাকা হওয়ায় ১৭২, লেনিন সরণির ওই বহুতল থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল চেষ্টা চালাচ্ছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Advertisment

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রাজি হলেন এনআরএসকাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। তবে এই বৈঠক হতে হবে সংবাদমাধ্যম এবং অন্যান্য সরকারি হাসপাতালের প্রতিনিধিদের উপস্থিতে। কোনোরকম রুদ্ধদ্বার বৈঠকে নারাজ আন্দোলনকারীরা। বৈঠকস্থল ঠিক করুন মুখ্যমন্ত্রী, রবিবার নীলরতনসরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল বড বৈঠকের সপর এমন সিদ্ধান্তের কথা জানলেন প্রতিবাদী ডাক্তারেরা। এদিনের এই সিদ্ধান্তের ফলে জুনিয়র ডাক্তারদের নবান্নে না যাওয়ার পূর্ববর্তী অবস্থান পরিবর্তীত হল। রবিবার স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র এবং রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকে বসেছিল এনআরএসের জেনারেল বডি (জিবি)। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি- মমতার সঙ্গে বৈঠকে রাজি জুনিয়র ডাক্তাররা, তবে থাকতে হবে মিডিয়াকে

অন্যদিকে, খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একজন খুন হয়েছেন গতকাল। অথচ, বেছে বেছে বিজেপি কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। বিজেপির সঙ্গে এই ঘটনার কোনও সংস্রব নেই। সাহস থাকলে নিরপেক্ষ তদন্ত হোক। বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, রবিবার বিকালে বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে এমন দাবিই করলেন মুকুল রায়।

Live Blog

West Bengal and Kolkata news today updates of nrs hospital, weather, traffic, train services and airlines কলকাতার সব খবরের আপডেট, follow the updates here:



























18:52 (IST)16 Jun 19










































লেনিন সরণিতে আগুন

রবিবার সন্ধ্যায় আচমকা আগুন লাগল লেনিন সরণির একটি বহুতলে। পুলিশ ও দমকল সূত্রের খবর, সন্ধ্যা ৬টা নাগাদ হিন্দ সিনেমার কাছের ওই বহুতলের পাঁচতলায় আগুন লাগে। সেখানে একটি গেস্টহাউজ ছিল, তবে সেখানে কেউ ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও চারটি ইঞ্জিন আসে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশঙ্কা, ঘিঞ্জি এলাকা হওয়ায় ১৭২, লেনিন সরণির ওই বহুতল থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল চেষ্টা চালাচ্ছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

18:33 (IST)16 Jun 19










































তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ মুকুলের

খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একজন খুন হয়েছেন গতকাল। অথচ, বেছে বেছে বিজেপি কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। বিজেপির সঙ্গে এই ঘটনার কোনও সংস্রব নেই। সাহস থাকলে নিরপেক্ষ তদন্ত হোক। বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, রবিবার বিকালে বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে এমন দাবিই করলেন মুকুল রায়।

16:42 (IST)16 Jun 19










































বৈঠকে দিলীপ ঘোষ
15:34 (IST)16 Jun 19










































আগামিকাল দেশজুড়ে কর্মবিরতির ডাক ডাক্তারদের

15:09 (IST)16 Jun 19










































কবে থেকে শুরু হয়েছিল ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন?

নীলরতন সরকার মেডিক্যাল কলেজে চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রেক্ষিতে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের জেরে এখন উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি মেডিক্যাল কলেজেই ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য মহলের একাংশের মতে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন ফিরিয়ে এনেছে সাড়ে তিন দশকের পুরনো চিকিৎসক আন্দোলনের স্মৃতি। আটের দশকের ওই আন্দোলনের জেরে কার্যত কেঁপে গিয়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা। বস্তুত, ‘জুনিয়র ডাক্তার’ শব্দবন্ধটি ওই আন্দোলনেরই অবদান। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, কেমন ছিল ডাক্তারি পড়ুয়াদের ওই আন্দোলন?

14:45 (IST)16 Jun 19










































বিস্ফোরক অভিযোগ এনআরএসের ডাক্তারের বিরুদ্ধে

ডাক্তার নিগ্রহ ঘিরে যে বিক্ষোভের আগুন জ্বলেছিল এনআরএসে, এদিন সেই আগুনে ঘি ঢালল যার মৃত্যু ঘিরে এই ঘটনা সেই সাইদের পরিবার। ডাক্তারদের পাশাপাশি পুলিশের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছে মৃতের পরিবার। সাইদের পরিবারের দাবি, সেদিনের ঘটনায় তাঁদের কয়েকজন প্রতিবেশীকে গ্রেফতার করা হলেও হামলাকারী ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনকী মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ, ডাক্তাররা এই ঘটনাটিতে একটি “সাম্প্রদায়িক মোড়ক” যোগ করার চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত পড়ুন ডাক্তাররা মেরেছেন, সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে, দোষীদের শাস্তি চাইছে মৃত সাইদের পরিবার

" id="lbcontentbody">
12:33 (IST)16 Jun 19










































স্বাস্থ্য অধিকর্তার উপস্থিতিতেই বৈঠক এনআরএসে, রয়েছে শৈবাল মুখোপাধ্যায়

এনআরএসের আন্দোলনের সমাধান খোঁজার আলোচনায় এবার হাজির ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের প্রদীপ মিত্র। প্রসঙ্গত, শুক্রবার রাতে জট ছাড়ানোর একটা মরিয়া চেষ্টা চালাতে মুখ্যমন্ত্রীর আদেশে  প্রদীপ মিত্রের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের চারজনকে নবান্নে ডেকে আলোচনা চান। কিন্তু রফাসূত্রের খোঁজে নবান্নয় গিয়ে আলোচনার প্রস্তাব সটান প্রত্যাখ্যান করেন ডাক্তাররা। তার ওপর প্রদীপবাবুকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান তাঁরা। ওঠে ডিএমই হায় হায় ধ্বনি। এমনকি অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ও রয়েছেন বৈঠকে publive-image

" id="lbcontentbody">
12:07 (IST)16 Jun 19










































আগামিকাল দেশজুরে ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

publive-image

11:22 (IST)16 Jun 19










































এনআরএসে শুরু জেনারেল বডির মিটিং

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারদের প্রতিনিধি দল এসে পৌঁছাতেই এনআরএসের অ্যাকাডেমিক বিল্ডিং এ শুরু হয় এই আলোচনা পর্ব। মুখ্যমন্ত্রীর আহ্বানে নবান্নতে না গেলেও রাজ্যপালের সঙ্গে কথা বলতে যেতে পারেন তাঁরা। কিন্তু কার সঙ্গে, কোথায় দেখা করবেন আন্দোলনকারী চিকিৎসকেরা এই ঠিক হবে এই বৈঠকের পর।  প্রসঙ্গত,  এই আন্দোলনের আজ ষষ্ঠ দিন। কিন্তু শহর এবং রাজ্যের সব হাসপাতালেই জারি অচলাবস্থা। ক্রমশই কঠিন হচ্ছে পরিস্থিতি। সেই দিক থেকে বিচার করে এই মুহুর্তে সকলের নজরে থাকছে এই বৈঠক।

10:49 (IST)16 Jun 19










































আজ বন্ধ গড়িয়া রুটের একাধিক বাস

গতকাল রাতে বাস ভাংচুরের অভিযোগে আজ গড়িয়ায় বন্ধ বাস পরিষেবা। গড়িয়া থেকে পাইকপাড়া, বাগবাজার এবং হাওড়া যাওয়ার রুটের বাস পরিষেবা বন্ধ করল বাস চালকেরা। স্থানীয়দের অভিযোগ শনিবার রাতে মুখে  কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতীরা আসে এবং গড়িয়া স্টেশনের সামনে থাকা অনেকগুলি বাস ভাঙচুর করে। কিন্তু কী প্রেক্ষিতে এই ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি। 

10:17 (IST)16 Jun 19










































কোন পথ বেছে নেবেন ডাক্তাররা? তাকিয়ে গোটা রাজ্য!

এনআরএসের আজকের আলোচনা পর্ব ঘিরে উঠছে বিভিন্ন প্রশ্ন। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় বিভিন্ন মেডিক্যাল কলেজে থেকে প্রতিনিধি দলেরা আসলেই শুরু হবে আলোচনা পর্ব। প্রশ্ন সেখানেই যে, আজ কোন বিকল্প পথ বেছে নেবেন তাঁরা? নবান্ন না রাজভবন? কোন ভবনে বসতে চান জুনিয়র ডাক্তাররা ? সেই সমাধান সূত্র উঠে আসতে পারে এই আলোচনায় তেমনটাই মনে করছেন অনেকে। 

09:34 (IST)16 Jun 19










































সকাল ১০টায় নিজেদের মধ্যে আলোচনায় বসবেন এনআরএসের চিকিৎসকেরা

এনআরএসে জুনিয়র ডাক্তারদের বৈঠক আজ। অচলাবস্থা কাটানোর জন্য মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে না গেলেও আলোচনার রাস্তা খোলা রেখেছেন তাঁরা তেমনটাই জানিয়েছেন এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা। শনিবার মুখ্যমন্ত্রীর তরফে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন জানানো হয়, তাঁরা তার সঙ্গে কথা না চাইলে, তাঁরা চাইলে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলতেই পারেন। এই আবেদনের বিষয়েই আজ ফের জেনারেল বডি মিটিং-এ বসতে চলেছেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকেরা। 

08:54 (IST)16 Jun 19










































কোথায় কখন হতে পারে যানজট সমস্যা

" id="lbcontentbody">
08:46 (IST)16 Jun 19










































জলীয় বাষ্প থাকলেও বৃষ্টি নেই! অস্বস্তিকর আবহাওয়ায় কাটবে রবিবার

publive-image

West Bengal news today updates: সোমবার রাতে এক ‘ভয়াবহ’ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালের বেডে শুয়ে তিনি। তাঁকে ঘিরে উদ্বিগ্ন গোটা বাংলা। তাঁকে মারধরের ঘটনায় উত্তাল গোটা দেশ। কিন্তু তিনি কেমন আছেন? এনআরএসকাণ্ডে আক্রান্ত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় ভাল আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁকে ছাড়া হতে পারে। একথাই জানালেন চিকিৎসক। মধ্য কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন পরিবহ। বিস্তারিত পড়ুন কেমন আছেন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়?

যত সময় এগোচ্ছে, এনআরএসকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ ততই বাড়ছে। ৪ দিন পরও এনআরএসে জারি অচলাবস্থা। এ ঘটনায় ইস্তফা দিয়েছেন শতাধিক চিকিৎসক। এই প্রেক্ষাপটে কার্যত থমকে চিকিৎসা পরিষেবা। যার জেরে চরম হয়রানির মুখে পড়েছেন রোগীরা। এই প্রেক্ষাপটে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গর্জে উঠলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে শুধু প্রসেনজিৎ নন, এনআরএসকাণ্ডে মুখ খুলেছেন টলিউডের আরেক সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব। টুইটে দেব লিখেছেন, ‘‘যাঁরা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবিস্তারে পড়ুন এনআরএসকাণ্ডে ডাক্তারদের পাশে প্রসেনজিৎ

West Bengal NRS kolkata
Advertisment