Champions League 2025: ইন্টার মিলানকে (Inter Milan) ৫-০ গোলে পরাস্ত করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করল প্যারিস সাঁ জাঁ (PSG)। মিউনিখে আয়োজিত এই ফাইনাল ম্য়াচে রেকর্ড কায়েম করল পিএসজি (Paris Saint Germain)। ইতিপূর্বে ইউরোপীয় কাপের ফাইনালে কোনও দল চার কিংবা তার বেশি গোলের ব্যবধানে জয়লাভ করতে পারেনি। ফাইনাল ম্য়াচে ফ্রান্সের এই ফুটবল ক্লাব দুরন্ত শুরুয়াত করেছিল। ১২ মিনিটে প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে প্রথম গোলটি করেন আশরফ হাকিমি।
ঠিক ৭ মিনিট পর ১৯ বছর বয়সি দেজিরে দুয়ে PSG-র হয়ে লিড ডবল করে দেন। এছাড়া ম্য়াচে ৬৩ মিনিটে আরও একটি গোল তাঁর পা থেকে বেরিয়ে আসে। প্রসঙ্গত, ১৯৬২ সালে বেনফিকার হয়ে ইউসেবিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে জোড়া গোল করেছিলেন। সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন দুয়ে। যাইহোক, পিএসজি-র আক্রমণে কার্যত ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল ইন্টার মিলানের রক্ষণ। একটা অন্তত সুযোগ তৈরি করার জন্য মিলানকে যথেষ্ট লড়াই করতে হচ্ছিল। গোটা ম্য়াচটা কার্যত হাতের মুঠোয় পুরে রেখেছিলেন পিএসজি'র ফুটবলাররা। ৭৩ মিনিটে প্যারিসের হয়ে চতুর্থ গোলটি করলেন খভিচা কাভারাটস্খেলিয়া। আর পঞ্চম তথা অন্তিম গোলটা করলেন সেইনি মায়ুলু।
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে পিএসজি যে সর্বাধিক জয়লাভ করেছে, তাই শুধু নয়। পাশাপাশি ইউরোপীয় সাফল্য তাড়া করতে নেমে তারা প্রায় এক দশক পর প্রথম খেতাব জয় করেছে। এই নিয়ে দ্বিতীয়বার ফ্রান্সের কোনও ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপের খেতাব জয় করল। মজার ব্যাপারে, ১৯৯৩ সালে একইভাবে মিউনিখেই পরাজয়ের সাক্ষী হয়েছিল মিলান।
PSG-র সঙ্গে মেসির ডিভোর্স হচ্ছেই, বিরাট আপডেটে তোলপাড় বিশ্বফুটবল
ইতিহাস গড়লেন লুই এনরিক
২০১৫ সালে বার্সেলোনাকে ত্রিমুকুট জেতানোর পর কোচ লুই এনরিক (Luis Enrique) এক অনন্য রেকর্ড কায়েম করলেন। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) পাশাপাশি তিনিও ২ আলাদা ক্লাবের হয়ে খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করেন। ফুটবল বিশ্বে এমন কোচের সংখ্যা নেহাতই হাতেগোনা। এখনও পর্যন্ত মাত্র ২ কোচই এই সাফল্য অর্জন করতে পেরেছেন। ফাইনাল ম্য়াচের পর এনরিক বললেন, 'প্রথম দিন থেকেই আমি দলের কাছে একটা কথা স্পষ্ট করে দিয়েছিলাম। এই খেতাবটা আমি জিততে চাই। পাশাপাশি প্যারিসও কোনওদিন চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিততে পারেনি। এই জয়ের কারণে অনেকের মুখে হাসি ফুটেছে। এটাই আমার কাছে পরম প্রাপ্তি।'
পরিবার, সুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি! PSG-তে কি একদমই অতীত হয়ে গেলেন মহাতারকা
৬ বছর আগে হারিয়েছিলেন মেয়েকে
২০১৯ সালে লুই এনরিকের মেয়ে জানা মার্টিনেজ মারা গিয়েছিল। এই ঘটনার পর এনরিক একেবারে ভেঙে পড়েছিলেন। ছোট্ট জানা অস্টিওসারকোমা নামের একটি বিরল রোগে আক্রান্ত ছিল। এটা একপ্রকার হাড়ের ক্যানসার। সাধারণ কিশোর এবং তরুণ প্রজন্মই সবথেকে বেশি আক্রান্ত হয়।
মেসিকে নিষিদ্ধ করল PSG! পাল্টা ক্লাব ছেড়ে সেরার সেরা চুক্তির পথে সৌদিতে বিশ্বকাপজয়ী
UCL ফাইনালের আগে এনরিকের আবেগপ্রবণ মন্তব্য
পিএসজি এবং ইন্টার মিলানের মধ্যে আয়োজিত ফাইনালের আগে MARCA-কে একটি আবেগপ্রবণ ইন্টারভিউ দিয়েছিলেন এনরিক। সেখানে তিনি উল্লেখ করেন, হাড়ের ক্যানসারের বিরুদ্ধে জানা যথেষ্ট লড়াই করেছিল। এনরিক বলেছিলেন, 'আমার মেয়ে ৯ বছর পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল। আজও আছে। কারণ ওর কথা সবসময় মনে পড়ে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মেয়ের সঙ্গে কাটানো দুর্দান্ত একটি স্মৃতি আমার আজও মনে আছে। চ্যাম্পিয়ন্স লিগ জয় করার পর আমরা মাঠের মধ্যে বার্সেলোনার পতাকা লাগাচ্ছিলাম।' এরপর খানিকক্ষণের নীরবতা। ফের খানিক আক্ষেপের সুরে বলেন, 'যদি এবারও তেমনটাই করতে পারতাম! হয়ত জানা পার্থিব শরীরে মাঠে উপস্থিত থাকতে পারবে না। কিন্তু, ওর আত্মা অবশ্যই মাঠে থাকবে। আর সেটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।'
অনেক অসম্মান নিয়ে PSG-কে বিদায়! মেসি এবার রোনাল্ডোর বিপক্ষে মাঠ মাতাবেন বিশাল চুক্তিতে
এভাবেই জানাকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন এনরিক এবং পিএসজি সমর্থকরা
লুই এনরিক এবং পিএসজি সমর্থকরা ফাইনাল ম্য়াচে জানাকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। খেলা চলাকালীন সমর্থকরা মাঠে একটি বিশাল বড় টিফো নিয়ে এসেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল এনরিক এবং তাঁর মেয়ের হাতে পিএসজি-র পতাকা রয়েছে। এনরিকও মেয়ের স্মৃতিতে একটি স্পেশাল টি-শার্ট পরে মাঠে এসেছিলেন। সেখানেও মেয়ের হাতে পিএসজি'র পতাকা ছিল।